নিউজরাজ্য

Weather Report: আজই বজ্রবিদ্যুৎসহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়া অনেকটাই পরিবর্তিত হতে চলেছে ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্তের প্রভাবে

Advertisement
Advertisement

আবহাওয়া নিয়ে এবারে বড় আপডেট দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার পর্যন্ত একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের শিলাবৃষ্টি এবং দক্ষিণবঙ্গে শুক্রবার শিলা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি এবং ঝড়ো হাওয়া চলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গেই, কয়টি জায়গায় হতে পারে কালবৈশাখি। উত্তরবঙ্গের একেবারে উত্তরের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ব্যাপক শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গেই সম্ভাবনা রয়েছে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। উত্তর দিনাজপুর এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement
Advertisement

দক্ষিণের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই সমস্ত জেলার মধ্যে আছে পুরুলিয়া , বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনিপুর, এবং বীরভূম ও মুর্শিদাবাদ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার শিলাবৃষ্টি সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার শুক্রবার অর্থাৎ ১৬ এবং ১৭ মার্চ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সঙ্গেই রয়েছে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা।

Advertisement

কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আজ কলকাতায় আবহাওয়া মোটামুটি অন্যরকম দিনের মতো থাকলেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। অন্যদিকে, শনিবারের মধ্যে কলকাতায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত চলবে মোটামুটি সোমবার পর্যন্ত। ১৮ এবং ১৯ মার্চ অর্থাৎ শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিছু কিছু জেলার সোম এবং মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button