নিউজরাজ্য

Weather Update: উত্তাল সমুদ্র, সঙ্গেই বজ্রগর্ভ মেঘ, আর কিছুক্ষণের মধ্যেই এই জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা

আজকে পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল

×
Advertisement

লাগাতার বৃষ্টির কারণে ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে তাপমাত্রা। কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা নিয়ে প্রতিদিন চলছে নতুন নতুন রেকর্ড। রবিবারের পরে সোমবারও দিঘা ও পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে আবারো ২৮ মার্চ অর্থাৎ আজকে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অর্থাৎ বলতে গেলে সমগ্র পশ্চিমবঙ্গের তাপমাত্রা এখন কিছুটা হলেও নিম্নমুখী। আজকেও দুপুরের পরে ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা আছে। মঙ্গলবার দিঘা ও পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল।

Advertisements
Advertisement

দীঘায় শেষ ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। দীঘায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। এই দুটি তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল শহর হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ। দুপুরের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা এই শহরেও আছে।

Advertisements

কলকাতায় আজকে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব মেদিনীপুর জেলায়। এই জেলায় আজকে দুপুরের পর থেকেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আছে। যেহেতু বাংলাদেশের উপরে একটি ঘুর্নাবর্ত এখনো রয়েছে, তাই এই ঘূর্ণাবর্তের প্রভাবে সারা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুধু আজকে না, আগামী কয়েকদিনও এভাবেই বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব মেদিনীপুর জেলায়।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button