কলকাতানিউজরাজ্য

আজ সন্ধ্যেয় যে সব জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা

Advertisement
Advertisement

স্টাফ রিপোর্টার: আজ বিকেল এবং সন্ধ্যার পর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গের জেলা গুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পঙে ঝড়বৃষ্টি হতে পারে আজ সন্ধ্যার পর। দক্ষিণবঙ্গের এই জেলা গুলি বাদ দিলে কলকাতা সহ আশেপাশের জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা কম।

Advertisement
Advertisement

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শক্তিশালী দখিনা বাতাসের জেরে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। সেই জলীয় বাষ্পের প্রভাবেই উত্তর এবং দক্ষিণবঙ্গের এই জেলা গুলিতে আজ বিকেল এবং সন্ধ্যার পর বৃষ্টি হবে। শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তুলনামূলক ভাবে বেশি হওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯০ শতাংশ।

Advertisement

এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবছর কেরলে বর্ষা ঢুকবে একদম সঠিক সময়েই। ইতিমধ্যেই সক্রিয় হয়ে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে যেটি ক্রমশ উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর ফলে উত্তর এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি দক্ষিণের রাজ্য গুলিতেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টি চলবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button