Today Trending Newsনিউজরাজ্য

রাজ্যজুড়ে বাড়ছে তাপমাত্রা, আগামীকালের জন্য বড়সড় খবর দিল আবহাওয়া দফতর

Advertisement
Advertisement

রাজ্যজুড়ে ধীরে ধীরে শীতের প্রভাব কমে তাপমাত্রা বাড়ছে। শীতের ছুটির ঘন্টা যে বেজে গেছে তেমনটাই মনে করা হচ্ছে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। তবে তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও সকালের দিক টা শীত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়বে তাপমাত্রা।

Advertisement
Advertisement

৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে, আবহাওয়া থাকবে শুষ্ক। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে শীতের অনুভূতি দূরীভূত হয়ে গরমের শুরু টের পাবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে। তবে জম্মু-কাশ্মীর হিমাচলে বৃষ্টি অব্যাহত। ওড়িশায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে, কুয়াশা থাকবে ওড়িষা ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে। যেসব স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে সেগুলি হল – আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা প্রভৃতি।

Advertisement

আরও পড়ুন : আমন্ত্রণ নয় মমতাকে, দিল্লির জনতার মাঝে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল

Advertisement
Advertisement

তবে আগামী কয়েকদিনে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে তাপমাত্রা কিছুটা বাড়লেও ৪৮ ঘণ্টা পর তা পুনরায় কমার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, শুক্রবার থেকে ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে। আগামী চার দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই রাজ্যে। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। শুক্রবার থেকে ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে তাপমাত্রা, আগামী চার দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই রাজ্যে। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় একথা বলেছেন।

Advertisement

Related Articles

Back to top button