নিউজরাজ্য

১৬ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ স্যাটের

Advertisement
Advertisement

কলকাতা: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল তথা স্যাট। এর আগেও এমনই নির্দেশ দিয়েছিল স্যাট। কিন্তু সেই নির্দেশ রাজ্য সরকার না মানায় আদালত অবমাননার মামলা দায়ের করেছিল সরকারি কর্মচারী সংগঠন। যার ভিত্তিতে আজ, বুধবার পুনরায় স্যাট এই নির্দেশ দিয়েছে।

Advertisement
Advertisement

২০১৯ সালের ২৬ জুলাই রাজ্য সরকারকে স্যাট নির্দেশ দিয়েছিল, পরবর্তী ছ’মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মীদের সংগঠন স্যাটে আদালত অবমাননার মামলা দায়ের করে। রাজ্য পুনরায় স্যাটে রিভিউ পিটিশন দায়ের করে। গত ৩ মার্চ রিভিউ পিটিশনের শুনানি শেষ হয়। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ পুরোপুরি মানেনি। রায় পুনর্বিবেচনার আবেদন করে স্যাটে।

Advertisement

জুলাই মাসের ৮ তারিখে স্যাট রাজ্য সরকারের আবেদন খারিজ করে দেয় জানিয়ে দিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতেই হবে। এখন করোনা পরিস্থিতির জন্য ডিএ দেওয়া সমস্যা বলে রাজ্যের পক্ষে জানানো হলে স্যাট বলে এনিয়ে ভাবনাচিন্তা করে দেখা হবে।

Advertisement
Advertisement

এমনকি সরকারি কর্মচারীদের ডিএ যাতে দিতে না হয় তার জন্য একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু সেই পিটিশন কার্যত হাইকোর্ট খারিজ করে দেয়। এরপর গত জুলাই মাসে রায় ঘোষণা হয় এবং তাতেও সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হয়নি বলে সরকারি কর্মচারী সংগঠন পুনরায় স্যাটের দ্বারস্থ হয় এবং এর ফলে আরও একবার এই মামলায় হারতে হল রাজ্য সরকারকে। ফের একবার স্যাট রাজ্য সরকারকে নির্দেশ দিল সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দিতে হবে। এখন রাজ্য সরকার কবে এই ডিএ মেটায়, সেটাই দেখার।

Advertisement

Related Articles

Back to top button