Today Trending Newsদেশনিউজ

বিলের কপি ছিঁড়ে ফেলে প্রতিবাদ, CAB নিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে চলেছেন ওয়েইসি

Advertisement
Advertisement

ক্যাব মুসলিম বিরোধী, অসাংবিধানিক একটি বিল। এই বিল পাস হলে মুসলিম নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগবেন, এমনই আশঙ্কা হায়দ্রাবাদের সাংসদ আসাদ উদ্দিন ওয়েইসির। তাই প্রথম থেকেই এই বিলের তীব্র প্রতিবাদ করে আসছেন তিনি।

Advertisement
Advertisement

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের উপরে আলোচনা চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলতে উঠলে প্রতিবাদের ঝাঁঝ আরও তীব্র করেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদ উল মুসলিমিনের নেতা ওয়েইসি। এমনকি প্রতিবাদ চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে লোকসভার অন্দরেই বিলের কপিও ছিঁড়ে ফেলেন তিনি।

Advertisement

শেষ পর্যন্ত মাঝরাতে নাটকীয় ভাবে নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পাস হওয়ার পর এই বিলকে আইনে পরিণত করা আটকাতে সুপ্রিমকোর্টে যাওয়ার হুমকি দেন ওয়েইসি। এ ক্ষেত্রে তিনি পাশে পেয়েছেন আসামের রাজনৈতিক সংগঠন এআইইউডিএফ-এর প্রধান সাংসদ বদরুদ্দিন আজমলকে।

Advertisement
Advertisement

এই বিল নিয়ে আলোচনার সময় অমিত শাহকে হিটলারের সঙ্গে তুলনা করেন হায়দ্রাবাদের সাংসদ। আসামের একাধিক জায়গায় এই বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে বিভিন্ন সংগঠন। ছাত্র সংগঠন অসম স্টুডেন্ট ফেডারেশন তীব্র বিরোধিতা করেছে এই বিলের।

Advertisement

Related Articles

Back to top button