প্রাপ্তবয়স্কদের জন্য রিলিজ হয়েছে রিধিমা তিওয়ারির সাহসী ওয়েব সিরিজ, পরিবারের সামনে না দেখার অনুরোধ

করোনা মহামারির পরবর্তী সময়ে ডিজিটাল প্লাটফর্মের হাত ধরে শুরু হয় ওয়েব সিরিজের পথচলা। যা বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে। বিনোদন প্রেমীরা টিভির সামনে বসে না থেকে স্মার্টফোনের সাহায্যে ওটিটি প্লাটফর্মে…

Avatar

করোনা মহামারির পরবর্তী সময়ে ডিজিটাল প্লাটফর্মের হাত ধরে শুরু হয় ওয়েব সিরিজের পথচলা। যা বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে। বিনোদন প্রেমীরা টিভির সামনে বসে না থেকে স্মার্টফোনের সাহায্যে ওটিটি প্লাটফর্মে গিয়ে উপভোগ করছেন ওয়েব সিরিজ গুলি। তবে গত দুই বছরে বিনোদন জগতে যুক্ত হওয়া ইরোটিক ওয়েব সিরিজ গুলি বর্তমানে ঘাম ঝরাচ্ছে নেটিজেনদের। একথা সন্দেহীন ভাবে বলা যেতে পারে যে, ডিজিটাল প্লাটফর্মে যে ওয়েব সিরিজে যত বেশি বেড সিন, সেই ওয়েব সিরিজের চাহিদা তত বেশি।

ওয়েব সিরিজের জগতে তারকা অভিনেত্রী

আর এই ওয়েব সিরিজের দুনিয়ায় সাহসিকতা দেখিয়ে যে সমস্ত অভিনেত্রীরা সোশ্যাল মিডিয়া প্রেমীদের ঘাম ঝরিয়েছেন তাদের মধ্যে তালিকার প্রথম সারিতে রয়েছেন অভিনেত্রী রিধিমা তিওয়ারি। বাঙালি এই অভিনেত্রী হিন্দি ভাষায় এমন একাধিক উত্তেজনাপূর্ণ ওয়েব সিরিজে অভিনয় করেছেন, যে ওয়েব সিরিজ গুলি সুপারহিট প্রমাণিত হয়েছে। চলুন আজকের নিবন্ধে দেখে নেওয়া যাক, সেক্সি অভিনেত্রী রিধিমা তিওয়ারির যৌনতায় পরিপূর্ণ ওয়েব সিরিজের তালিকাটি-

১. Sundara Bhabhi: প্রাপ্তবয়স্কদের বিনোদনের জন্য BOOM MOVIES অ্যাপে রিলিজ করা হয় “সুন্দরী ভাবি” নামের একটি ওয়েব সিরিজ। ২০২১ সালে এই ওয়েব সিরিজের প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়া প্রেমীদের দ্বারা সুপারহিট প্রমাণিত হয়। যার পরিপ্রেক্ষিতে টানা ছয়টি পর্ব রিলিজ করা হয় এই ওয়েব সিরিজের।

প্রাপ্তবয়স্কদের জন্য রিলিজ হয়েছে রিধিমা তিওয়ারির সাহসী ওয়েব সিরিজ, পরিবারের সামনে না দেখার অনুরোধ

২. Madhosh Diaries Good Wife: যদি এই মুহূর্তে আপনার বয়স ১৮ বছর উত্তীর্ণ হয় এবং আপনি একটি সাহসিক ওয়েব সিরিজদের উষ্ণতা অনুভব করতে চান, তবে রিধিমা তিওয়ারির Madhosh Diaries Good Wife ওয়েব সিরিজটি উপভোগ করতে পারেন। এই ওয়েব সিরিজের প্রধান দৃশ্যে রিধিমা তিওয়ারি এতটাই ঘাম ঝরানো দৃশ্যে অভিনয় করেছেন যে, ভুলেও পরিবারের সামনে বসে এই ওয়েব সিরিজ দেখার দুঃসাহস করবেন না।

প্রাপ্তবয়স্কদের জন্য রিলিজ হয়েছে রিধিমা তিওয়ারির সাহসী ওয়েব সিরিজ, পরিবারের সামনে না দেখার অনুরোধ