কলকাতানিউজরাজ্য

আজ মরশুমের শীতলতম দিন, রাজ্য জুড়ে বইছে শৈত্যপ্রবাহ

Advertisement
Advertisement

কলকাতা: আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনা অব্যাহত। শনিবার (Saturday) তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়ার পর রবিবার একধাক্কায় ৩ ডিগ্রি নামে পারদ। রবিবার (Sunday) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

Advertisement
Advertisement

আবহাওয়া দফতর জানাচ্ছে  শীত দাপট দেখাবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেও। সেইমত সোমবার সপ্তাহের তথা ফেব্রুয়ারি মাসের প্রথম দিন আরও নামল তাপমাত্রার পারদ। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, এটাও স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। এই মরশুমে এটাই কলকাতার শীতলতম দিন।

Advertisement

আগামী ৪৮ ঘণ্টায়  কুয়াশার চাদরে ঢাকা থাকবে উত্তরবঙ্গ। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এই জায়গাগুলির দৃশ্য়মানতা নেমে আসতে পারে ৫০ মিটারে। বলা যায় শীতের কামব্যাক ইনিংস জমজমাট৷  শীতের দাপটে কাঁপছে গোটা দক্ষিণবঙ্গ৷  এদিকে আবহাওয়া দফতর পূর্বাভাস দিচ্ছে সকালের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে।

Advertisement
Advertisement

বুধবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সর্বনিম্ন তাপমাত্রা আরও নীচে নামতে পারে। ফলে ঠকঠকিয়ে কাঁপবে রাজ্যবাসী। উত্তুরে হাওয়ার দাপটে নেমেছে পারদ। বাতাসে এখনও হিমের পরশ। মানে বিদায়ের আগে আরও একটি ঝোড়ো ইনিংস খেলছে শীত, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

গত সপ্তাহ জুড়ে ওঠা-নামা করেছে তাপমাত্রার পারদ। শনিবার মেঘ ও কুয়াশার জেরে কিছুটা বাধাপ্রাপ্ত হয় শীত। বাড়ে তাপমাত্রার পারদও। তবে রবিবার থেকেই নয়া ইনিংস শুরু হয়েছে। ফলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শীতের আমেজেই কাটবে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের।

Advertisement

Related Articles

Back to top button