নিউজদেশ

Weather update: তিন জেলায় অতি ভারী বৃষ্টির জন্য জারি কমলা সতর্কতা, তালিকার রয়েছে কোন কোন জেলা?

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের তিনটি জেলায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে

Advertisement
Advertisement

সকাল থেকেই আজ আংশিক মেঘলা আকাশ রয়েছে। দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তর ২৪ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভিজছে আর তার আগে থেকেই উত্তরে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েক দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের বেশ কয়েকটি জেলায়। উত্তরবঙ্গের একেবারে উত্তরের তিনটি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে।

Advertisement
Advertisement

প্রবল বিশ্বের কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভূমিধসের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলস্তর বাড়তে চলেছে তিস্তা তোরসা জলঢাকা এবং অন্যান্য নদীর। ফলে সব দিক থেকেই উত্তরবঙ্গে সমস্যা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায়। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজরবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আরো কয়েকটি জেলায়। আজ থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা কমলেও সোমবার থেকে আবার কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রার সাথেই আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাল থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জলীয়বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে একসাথেই। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আগামী কয়েক দিন কলকাতায় আবহাওয়া মোটামুটি এরকমই থাকবে। তবে সোমবার থেকে কিছুটা তাপমাত্রার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button