নিউজকলকাতা

Weather update: অপেক্ষা মাত্র ২ ঘন্টার, ব্যাপক বৃষ্টিতে ভাসবে বাংলার এই জেলাগুলো

কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর

Advertisement
Advertisement

আবারো দুর্যোগের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার পর আকাশের মুখ ভার। অন্যদিকে হাওয়া অফিস আবার জানিয়েছে কলকাতায়, ফের শুরু হবে মুষলধারে বৃষ্টি। একইসঙ্গে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে কালবৈশাখী ঝড়ের সর্তকতা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী দু’ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পরিবারে বৃষ্টিপাত শুরু হবে কলকাতায় এবং আশেপাশের বেশ কিছু জেলায়।

Advertisement
Advertisement

পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং হাওড়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে আগামী দু’ঘণ্টার মধ্যে এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Advertisement

ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে আগামী দু’ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে প্রবল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button