রাজ্যনিউজ

রাত পোহালেই ভারী বৃষ্টির সম্ভাবনা এইসব জেলায়, জানুন কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে বাংলায়?

বীরভূম মুর্শিদাবাদ এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এই মুহূর্তে

Advertisement
Advertisement

পশ্চিমবঙ্গে আবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজকে এবং কালকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি জেলায়। বীরভূম মুর্শিদাবাদ এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলার কিছু কিছু জায়গায়। দার্জিলিং কালিম্পং জেলায় আজকে এবং কালকে হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে। সিকিমে তুষারপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় এই তুষারপাতের প্রভাব হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী দু’দিন তাপমাত্রা বাড়বে আরো দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে শীতের দ্বিতীয় স্পেল।

Advertisement
Advertisement

রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়ে শৈত্য প্রবাহ ইতিমধ্যেই শুরু হয়েছে। উত্তর ভারতের ইতিমধ্যেই জবুথবু অবস্থা। পূর্ব ভারতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও বৃষ্টি হবে মধ্য এবং পূর্ব ভারতে। এর পাশাপাশি মঙ্গলবার এর পর আবহাওয়ায় পরিবর্তন হতে চলেছে পশ্চিমবঙ্গে। বাংলায় শীতের দ্বিতীয় স্পেল শুরু হতে চলেছে খুব শীঘ্রই। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলিতে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকা গুলিতে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নতুন করে জাকিয়ে শীত শুরু হবে দশই জানুয়ারি থেকে এবং আগামী কয়েকদিন কিন্তু মেঘলা আকাশ থাকবে গোটা পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পূবালী হাওয়ার দাপটে জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে আজ থেকে এই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।

Advertisement

পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাতে বৃষ্টি হতে পারে আরো কিছু জেলায়। দশ জানুয়ারি থেকে শীতের যে নতুন স্পেল শুরু হবে তা বেশ কয়েকদিন স্থায়ী থাকবে। ডিসেম্বর মাসে ১০ দিন পর্যন্ত একটা প্রবল ঠান্ডা ছিল। জানুয়ারি মাসে আবারো সেই ঠান্ডার আমেজ শুরু হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হের ফের হবেনা। তবে দু এক জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকছে।

Advertisement
Advertisement

পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে সিকিমের উপর দিয়ে যাচ্ছে। বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা গুলিতে। দার্জিলিং এবং কালিম্পং সহ সিকিমের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং এবং সিকিমের পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী দুই দিন দার্জিলিঙে বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে ১৬.১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। স্বাভাবিকের থেকে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের মতো বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। আগামী কয়েকদিন তাপমাত্রা মোটামুটি ১৬ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি থাকবে বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সকালের দিকে তাপমাত্রা বেশ কম থাকবে। ধীরে ধীরে দিন বাড়লে তাপমাত্রা বাড়বে কলকাতায়।

Advertisement

Related Articles

Back to top button