Today Trending Newsনিউজরাজ্য

আজ দিনভোর চলবে হালকা থেকে ভারী বৃষ্টি, কেমন থাকবে দোলের আবহাওয়া?

Advertisement

আলিপুর আবহাওয়া সূত্রের খবর, আজ সারাদিন অল্প থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার সারাদিন আকাশের মুখভার ছিল। তারপর রাত ৪ টে পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ঘুর্নাবতের জন্য এই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি বজায় থাকবে আজ সারাদিন। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৩৮ শতাংশ।

শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস আর আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৪ ও সর্বনিম্ন ৪৫ শতাংশ।  কলকাতা সহ বঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি হয়েছে। দফতর সূত্রের তথ্য অনুযায়ী এই বৃষ্টি রবিবার পর্যন্ত বজায় থাকবে।

কলকাতা সহ বঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি হয়েছে। দফতর সূত্রের তথ্য অনুযায়ী এই রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে দোলে বৃষ্টি হবার সম্ভাবনা কম। তাই বৃষ্টির চিন্তা মাথা থেকে সরিয়ে জমিয়ে রঙ খেলুন। তবে অবশ্যই নিজের ও আশেপাশের লোকেদের খেয়াল রাখবেন।

Related Articles

Back to top button