Today Trending Newsদেশনিউজ

‘চাইলে দশ দিনে পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে পারি’, হুঁশিয়ারি দিয়ে জানালেন প্রধানমন্ত্রী

Advertisement
Advertisement

দিল্লি বিধানসভার নির্বাচনের আগে এনসিসি ক্যাডেটদের অনুষ্ঠানে হাজির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চরম হুঁশিয়ারি দিলেন পাকিস্তানকে। মাত্র দশ দিনে পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন তিনি। এদিন তিনি জানান, ‘চাইলে মাত্র দশ দিনে পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে ভারত।

Advertisement
Advertisement

অতীত সাক্ষী রয়েছে, পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে সাত থেকে দশ দিনের বেশি সময় নেয় না ভারতের সেনাবাহিনী। এর আগে তিনবার পাকিস্তানকে পরাজিত করেছে আমাদের সেনা।’ এর পরই তিনি সুকৌশলে আক্রমণ করেন পূর্বতন ইউপিএ সরকারকে। বলেন, ‘আগে আমাদের সেনাকে অনুমতি দেওয়া হতো না। আমরা সেই অনুমতি দিয়েছি। তাই প্রতিটি জঙ্গিহানার যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান।’ রাফাল যুদ্ধবিমান কেনার জন্য গড়িমসির জন্য পূর্বতন সরকারের সমালোচনা করেন তিনি।

Advertisement

এনসিসি-র মঞ্চে যখন পূর্বের সরকারকে আক্রমণ করছেন প্রধানমন্ত্রী, তখন পেছনের আসনেই বসে রয়েছেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত সহ তিন বাহিনীর প্রধান। ফলে এমন অরাজনৈতিক মঞ্চে নরেন্দ্র মোদীর এমন উস্কানিমূলক প্রচারের সমালোচনা করেন বিরোধীরা। তাদের দাবি, দিল্লি বিধানসভার নির্বাচনে এনসিসি-র মতো অরাজনৈতিক মঞ্চকে ব্যবহার করে নিজেদের ভোটপ্রচার করছেন প্রধানমন্ত্রী। দেশের সার্বিক বিকাশে ব্যর্থ মোদী ‘পাকিস্তান তাস’ খেলে ভোট বৈতরণী উতরানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন বিরোধী শিবিরের নেতারা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button