ক্রিকেটখেলা

আমরাই বিশ্বের সেরা দল, হারের পর দৃপ্ত কণ্ঠে বললেন বিরাট কোহলি

Advertisement
Advertisement

ওয়েলিংটনে প্রথম টেস্টে লজ্জাজনক ভাবে হেরেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম পয়েন্ট হারালো ভারত। কিন্তু হারের পর চারিদিকের সমালোচনা দূরে সরিয়ে রেখে বিরাট কোহলির দাবি, ভারত বিশ্বের কোনো টিমকে ভয় পায়না। ক্রাইস্টচার্চেই তারা স্বমহিমায় ফিরবে বলেও দাবি করেন কোহলি। এদিন হারার পর সাংবাদিকদের কোহলি বলেন, ‘বাইরের সমালোচনায় আমরা কান দিই না। একটা হারেই লোকজন এমন করছে। এটা বুঝতে হবে সবদিন সমান যায়না। আমরাই বিশ্বের সেরা দল, আমরা যেকোনো জায়গায়ই জেতার ক্ষমতা রাখি। ক্রাইস্টচার্চে আমরা জেতার জন্যই মাঠে নামবো।’

Advertisement
Advertisement

এদিন হারের কারণ নিয়ে বলতে গিয়ে বিরাট বলেন, ‘প্রথম ইনিংসে ব্যর্থতাই আমাদের হারের কারণ। প্রথম ইনিংসে ১৬৫ রান ইশান্ত, বুমরাহদের কাছে লড়াই দেওয়ার জন্যে যথেষ্ট ছিলনা। প্রথম ইনিংসে পিছিয়ে পড়েই ম্যাচটা হেরে গেলাম।’ প্রথম টেস্টে হারের পর কোনো অবস্থাতেই নিজেদের রণকৌশলে যে পরিবর্তন করবেন না তারা তা এদিনের সাংবাদিক সম্মেলনে পরিষ্কার ভাবে জানিয়ে দেন কোহলি।

Advertisement

আরও পড়ুন : প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারল ভারত, দেখুন ভারতের র‍্যাঙ্কিং কত নম্বরে

Advertisement
Advertisement

প্রথম টেস্টে দুর্বল টেকনিকের জন্য ইতিমধ্যেই কাঠগড়ায় তোলা হয়েছে পৃথ্বী শ কে। তার জায়গায় নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে দুরন্ত খেলা শুভমান গিলকে সুযোগ দেওয়ার দাবি উঠছে। এই প্রসঙ্গে কোহলি বলেন, পৃথ্বী নিউজিল্যান্ডে প্রথমবার খেলছে। ওকে আরও সময় দিতো হবে। তবে শুভমানের ব্যাপারটাও ভেবে দেখছি আমরা।

Advertisement

Related Articles

Back to top button