খেলাক্রিকেট

Dinesh Karthik: ‘একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও ধোনিই সেরা!’ জানালেন দীনেশ কার্তিক

২০১৯ সালে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন দীনেশ কার্তিক।

Advertisement
Advertisement

সদ্যসমাপ্ত হওয়া আইপিএলের ১৬ তম আসরে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক। বর্তমানে সংবাদ শিরোনামে সবচেয়ে আলোচনার স্থান দখল করেছেন তিনি। এমনকি গত বছর ভারতীয় ক্রিকেটের সেরা ফিনিশার হিসেবে গণ্য করা দিনেশ কার্তিককে নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০২২ সালে ভারতীয় প্রিমিয়ার লিগে বিধ্বংসী পারফরমেন্স করে দীর্ঘ তিন বছর পর ফের ভারতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে মাঝের একটি বছরের বছরের মধ্যে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দেন তিনি।

Advertisement
Advertisement

উল্লেখ্য, ২০২২ সালে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পরে মহেন্দ্র সিং ধোনির সাথে তুলনা করা হচ্ছিল দীনেশ কার্তিককে। তবে অবশেষে এই প্রসঙ্গে মুখ খুলেছেন দীনেশ কার্তিক। তিনি নির্লিপ্তভাবে বলেন, “হতে পারি আমরা দু’জন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তবে যে বিশ্ববিদ্যালয় আমরা অধ্যায়ন করেছি সেই বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র হলেন মহেন্দ্র সিং ধোনি।” আপনাদের জানিয়ে রাখি, আন্তর্জাতিক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির আগে অভিষেক হয়েছিল দীনেশ কার্তিকের। তবে মহেন্দ্র সিং ধোনির ধারাবাহিকতা দীনেশ কার্তিকের জন্য পথের কাঁটা হয়ে দাঁড়ায়।

Advertisement

মহেন্দ্র সিং ধোনির জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে সুযোগ পাননি দীনেশ কার্তিক। কোন কারণবশত মহেন্দ্র সিং ধোনি খেলতে না পারলে সেই ম্যাচে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেতেন কার্তিক। এমনকি ভারতের সেরা একাদশে সুযোগ পেলে মহেন্দ্র সিং ধোনির উপস্থিতিতে কখনো উইকেটের পেছনে দাঁড়ানোর সুযোগ হয়নি তার। এক কথায়, মহেন্দ্র সিং ধোনির জন্য আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা সংক্ষিপ্ত হয়ে পড়েছিল দীনেশ কার্তিকের।

Advertisement
Advertisement

তবে সম্প্রতি তার বিধ্বংসী পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের দরজা খুলে দিয়েছে। ২০১৯ সালে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন দীনেশ কার্তিক। এরপর অবশ্য ধারাভাষ্যকার হিসেবে কর্মজীবন শুরু করলেও ২০২২ আইপিএলে সেরা ফিনিশার নির্বাচিত হয়েছেন তিনি।

Advertisement

Related Articles

Back to top button