বলিউডবিনোদন

বক্স অফিসে তুমুল সাড়া দিচ্ছে! ২৫০ কোটি টাকার ক্লাবে পৌছাল ওয়ার

Advertisement

কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বন, তার সব পার্বন গুলির মধ্যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজা। আর দূর্গাপুজা মানেই গান, সিনেমা, হৈ-হুল্লোড়, ঘোরাঘুরি। আর পুজোর সময় নতুন নতুন রিলিজ হওয়া সিনেমা।

এবার পূজায় হৃতিক-টাইগার অভিনীত “ওয়ার” বক্স অফিসে প্রবল তোলপাড় সৃষ্টি করেছে। চলতি বছরের ২ রা অক্টোবর মুক্তি পেয়েছিল হৃতিক ও টাইগার অভিনীত ছবি ‘ওয়ার’। টানটান অ্যাকশন, ক্লাইম্যাক্সে ছবির গল্পের টুইস্ট, সঙ্গে তাক লাগানো টাইগার-হৃতিক জুটির নাচ, সবমিলিয়ে ২০১৯ র অন্যতম হিট ছবি গুলির মধ্যে অন্যতম হল ‘ওয়ার’।

টানা ১৫৪ মিনিট পুরোটাই অ্যাকশান। ২০১৯ সালে সুপার হিট মুভির লিস্টে “ওয়ার” দ্বীতিয় স্থানে। জানা যায়, বক্স অফিসে পর পর দুই সপ্তাহ ধরে যেসব সিনেমা সবচেয়ে বেশী মুনাফা অর্জন করেছে তার মধ্যে ওয়ার অন্যতম। পরপর দুই সপ্তাহে হৃতিক- টাইগার অভিনীত “ওয়ার” সাত কোটি টাকা মুনাফা অর্জন করেছে। ইতিমধ্যে ছবিটি ২৫০ কোটির গন্ডিকে ছাড়িয়ে ফেলেছে।

Related Articles

Back to top button