টেক বার্তা

২০০ মেগাপিক্সেলের DSLR ক্যামেরার সঙ্গে দারুণ প্রসেসর, চাবুকের মতো ছুটবে নতুন স্মার্টফোন

Advertisement
Advertisement

বিশ্বের স্মার্টফোন বাজারে ভিভোর ফোনগুলো তাদের শক্তিশালী ফিচার এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির জন্য পরিচিত। যার কারণে মানুষ এই কোম্পানির ফোন কিনতে পছন্দ করে। ভিভো কোম্পানি সবসময়ই তার গ্রাহকদের পছন্দের ফোন দিয়ে আসছে। এদিকে এই কোম্পানির একটি ফোন বাজারে বেশ শোরগোল সৃষ্টি করছে। ভিভো সম্প্রতি Vivo V26 Pro 5G নামে একটি স্মার্টফোন এনেছে, যাতে আপনি একাধিক ফিচার দেখতে পাবেন। ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লের এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক কোয়ালকম এসডিএম৭৩০ স্ন্যাপড্রাগন ৭৩০ (৮ এনএম)।

Advertisement
Advertisement

Vivo V26 pro 5g

Advertisement

এই ফোনটি অ্যান্ড্রয়েড ১২-এ কাজ করে। এতে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি RAM। এর স্টোরেজে মাইক্রোএসডি কার্ড লাগিয়ে স্পেস বাড়াতে পারবেন। ফোনটিতে রয়েছে তিনটি ক্যামেরা যার প্রাইমারি ক্যামেরা ২০০ মেগাপিক্সেল, দ্বিতীয় ক্যামেরা ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং তৃতীয় ক্যামেরা ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। একই সঙ্গে যারা সেলফি ও ভিডিও কলিং পছন্দ করেন তাদের জন্য এর সামনে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ৪৮০০ এমএএইচ ব্যাটারি। এ ছাড়া ব্লুটুথ, ডুয়াল ব্যান্ড, ওয়াই-ফাই, ইউএসবি টাইপ-সি পোর্টের মতো অন্যান্য ফিচার স্মার্টফোনে কানেক্টিভিটি হিসেবে দেখা যায়।

Advertisement
Advertisement

Vivo V26 Pro 5G-র দামের কথা বলতে গেলে এই ফোনের আনুমানিক দাম রাখা হয়েছে ৪২ হাজার ৯৯০ টাকার কাছাকাছি। তবে এর প্রকৃত দাম প্রকাশ এখনও কোম্পানি করেনি। লঞ্চের পর এই স্মার্টফোনের আসল দাম জানা যাবে।

Advertisement

Related Articles

Back to top button