খেলাক্রিকেটবলিউড

Virat Kohli: “ঝুমে জো পাঠান” গানে অবিশ্বাস্য নাচ, বিরাটের পারফরম্যান্সে মুগ্ধ গোটা বিশ্ব

জয় সেলিব্রেশন করতে সম্প্রতি বলিউডে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমার গান বেছে নেন ভারতের দুই তারকা ক্রিকেটার।

×
Advertisement

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি সম্প্রতি নিজের কার্যক্রমের জন্য সংবাদ শিরোনামে রয়েছেন। এশিয়া কাপ থেকে দুর্দান্ত ফর্মে ফিরেছেন ভারতের রান মেশিন। এরপর পুরনো ছন্দে মাঠে এবং মাঠের বাইরে পারফরম্যান্স করে চলেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত ৪ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলের অভিন্ন অংশ হিসেবে সুযোগ পেয়েছেন বিরাট কোহলি। তবে প্রথম ম্যাচে ব্যাট হাতে ততটা জ্বলে উঠতে পারেননি ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisements
Advertisement

ব্যাট হাতে পারফরমেন্স না করলেও শেষ মুহূর্তে এমন একটি কাজ করেছেন তিনি যা আলোচিত হচ্ছে গোটা বিশ্বে। খেলার মাঠে সর্বদা আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে ভারতের এই তারকা ক্রিকেটারকে। পাশাপাশি দলকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করতে দেখা গেছে বিরাট কোহলিকে। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে ঠিক এমন কাজ করেছেন রান মেশিন।

Advertisements

নাগপুরের সবুজ গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলি ব্যাট হতে ব্যর্থ হলেও ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স করেছে। অস্ট্রেলিয়াকে এক ইনিংস সহ ১৩২ রানে পরাজিত করে ভারত। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে উদযাপনে ফেটে পড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গে যোগ দেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

Advertisements
Advertisement

জয় সেলিব্রেশন করতে সম্প্রতি বলিউডে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমার গান বেছে নেন ভারতের দুই তারকা ক্রিকেটার। “ঝুমে জো পাঠান” গানে নেচে ম্যাচে জয় সেলিব্রেশন করেন তারা। যে ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। লক্ষ লক্ষ ভিউজের পাশাপাশি ভিডিওটি ভালোবাসা পেয়েছে অগণিত।

Related Articles

Back to top button