ক্রিকেটখেলা

দেখুন বিরাট কোহলির নজিরবিহীন রেকর্ড!

Advertisement
Advertisement

দলের স্বার্থে ডিক্লেয়ার না করলে শুক্রবার ভারত অধিনায়ক বিরাট কোহলির ৩০০ রানটাও হয়তো করা হয়ে যেত। দলের স্বার্থে কার্যত এদিন তিনি ৩০০ রানের হাতছানি ত্যাগ করেন। তবে ২৫৪ রানে অপরাজিত অবস্থায় তিনি ইনিংস ডিক্লেয়ার করেন। তিনি যে সত্যিই রান মেশিন আরও একবার প্রমাণ দিলেন। এই দিনের রান তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রান। ৬ উইকেটে ৬০১ রানে ভারত ডিক্লেয়ার দেওয়ার পর এদিন দক্ষিণ আফ্রিকা ৩উইকেট খুইয়ে ৩৬রান করেছে।

Advertisement
Advertisement

বিরাট কোহলি গতকাল পুনে টেস্টের দ্বিতীয় দিনে বহু তারকাদের পেছনে ফেলে কয়েকটি নজিরবিহীন রেকর্ড গড়লেন। দেখে নিন তারা গোটা কয়েকটি রেকর্ড:

Advertisement

১) অধিনায়ক হিসেবে ৮ বার ১৫০ -র বেশি করেছিলেন ব্র্যাডম্যান। তাকে পেছনে ফেলে ৯ বার ১৫০-র বেশি রান করলেন ভারত অধিনায়ক।

Advertisement
Advertisement

২) টেস্টে সচিনের ঠিক পরের স্থানেই বিরাট। টেস্টে সচিনের ৫১ শতরান নিয়ে প্রথম স্থানে। তার ঠিক পেছনে বিরাট। বিরাটের সংগ্রহ ২৬ টি শতরান।

৩) বিরাট ভারতীয়দের সাত হাজার রানের ক্লাবে ঢুকে পড়লেন।

৪)অধিনায়ক হিসেবে অপরাজিত ২৫৪ রান বিরাটের সবচেয়ে বড় স্কোর হল ৷ এর আগে বিরাটের সংগ্রহে ছিল ২৪৩ রান।

৫) অধিনায়ক হিসেবে ৫০ টি ইনিংসে ১৯ টি শতরান করে ফেললেন কোহলি, এর আগে শুধু অধিনায়ক হিসেবে ৭৭ ইনিংসে ১৯ টি শতরান রিকি পন্টিংয়ের ছিল।

৬) অধিনায়ক হিসেবে ৪০ টি শতরান বিরাট কোহলির ৷ তার সামনে রয়েছেন শুধু অস্ট্রেলিয়ার ৪১ টি শতরান নিয়ে রিকি পন্টিং।

বিরাট সমর্থকরা মনে করেন বিরাট বড় বড় তারকাদের সমস্ত রেকর্ড ভেঙে একের পর এক নজিরবিহীন রেকর্ড গড়ে তার নাম ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে দেবে। ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে ভারত সহ গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

Related Articles

Back to top button