খেলাক্রিকেট

Virat Kohli: সীমার মাত্রা অতিক্রম করলেন বিরাট কোহলি, মাঠে নামার পূর্বেই বড় শাস্তি দিল BCCI

ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি নিজেও ২.২ ধারা ভঙ্গের বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

×
Advertisement

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি বিগত তিন বছর ধরে ধারাবাহিক পারফরমেন্সে ফেরার জন্য নিজের সাথে লড়াই করছেন। ২০২২ সালের শেষ লগ্ন থেকে মোটের উপর ধারাবাহিকতায় ফিরেছেন বিরাট কোহলি। সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন আইপিএলের ১৬তম মেগা আসরেও। ইতিমধ্যে আইপিএলে ৫টি ম্যাচের মধ্যে ৩ ইনিংসে অর্ধশত রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে। খেলার মাঠে অত্যন্ত আগ্রাসী এই ব্যাটসম্যান বিরোধী দলের জন্য যে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন তা বলে দিতে হয় না।

Advertisements
Advertisement

তবে এবার সেই আগ্রাসী মনোভাবের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বড় শাস্তি পেলেন বিরাট কোহলি। জানা গেছে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে নিজের আচরণের সীমা অতিক্রম করেন রান মেশিন। আইপিএল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের ২.২ ধারার নিয়ম ভঙ্গ করেছেন। যার কারণে তাকে শাস্তির মুখে পড়তে হয়েছে।

Advertisements

সূত্রের খবর, ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি নিজেও ২.২ ধারা ভঙ্গের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তবে কোন আচরণের জন্য কোহলিকে জরিমানা করা হয়েছে তা স্পষ্ট করে বলা হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা অনুমান করছেন, শিবম দুবের আউটের পর কোহলির মাত্রাতিরিক্ত উদযাপনের কারণেই এই জরিমানা ধার্য করা হয়েছে।

Advertisements
Advertisement

যদি ম্যাচ প্রসঙ্গে বলি, তবে টসে হেরে প্রথমে ব্যাটিং করে চেন্নাই সুপার কিংস ২২৬ রানের পাহাড় গড়ে বিরাট কোহলিদের সামনে। তবে বিশাল রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ব্যাঙ্গালোরের। প্রথমেই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির উইকেট হারিয়ে বিপদে পড়ে আরসিবি। তবে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে চেন্নাই সুপার কিংসের সামনে মাত্র ৮ রানে পরাজয় স্বীকার করে নেয় বিরাট কোহলিরা।

Related Articles

Back to top button