খেলাক্রিকেট

Virat Kohli: কোহলির দশম শ্রেণীর মার্কশিটের ছবি ফাঁস! অল্পের জন্য ফেলের হাত থেকে বেঁচেছেন অংকে

সম্প্রতি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় তার দশম শ্রেণীর মার্কশিটের ছবি শেয়ার করেছেন।

×
Advertisement

ভারতবর্ষে এমন হাজার হাজার তরুণ-তরুণী রয়েছে, যারা অংক এবং বিজ্ঞান নামক বিষয়টিকে এড়িয়ে চলতে বেশি পছন্দ করে। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায়, ছাত্র-ছাত্রীরা এই দুটি সাবজেক্টের যেকোনো একটিতে ফেল করেছে কিংবা খুবই কম নম্বর পেয়েছে। তবে এই তালিকায় সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে নিজের নাম লিখেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা রান মেশিন বিরাট কোহলি।

Advertisements
Advertisement

সম্প্রতি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় তার দশম শ্রেণীর মার্কশিটের ছবি শেয়ার করেছেন। ছবিটি সোশ্যাল মিডিয়ার নজরে আসতেই রীতিমতো ভাইরাল হয়েছে তার ভক্তদের দ্বারা। ছবিটি ইতিমধ্যে কয়েক হাজার বার শেয়ার করা হয়েছে। পাশাপাশি একাধিক লাইক এবং কমেন্ট অর্জন করে নিয়েছে বিরাট কোহলির দশম শ্রেণীর মার্কশিটের ছবি।

Advertisements

সম্প্রতি বিরাট কোহলি ছবিটি শেয়ার করার সময় লিখেছেন, “এটা মজার ব্যাপার যে, যে জিনিসগুলো আপনার মার্কশিটে সবচেয়ে কম যোগ করে, সেগুলো আপনার চরিত্রে সবচেয়ে বেশি যোগ করে।” তিনি আরও লিখেছেন, “যদি খেলাধুলায় আপনার মন থাকে, তবে সেই দিকে মন দিন।”

Advertisements
Advertisement

বিরাট কোহলির দশম শ্রেণীর যে মার্কশিটের ছবিটি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে তাতে দেখা যাচ্ছে, তিনি গণিতে সর্বনিম্ন ৫১ নম্বর পেয়েছিলেন এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে মাত্র ৫৫ নম্বর পেয়েছিলেন। পাশাপাশি তিনি ইংরেজির মত কঠিন বিষয়ে সর্বোচ্চ নম্বর (৮৩) পেয়েছেন এবং সামাজিক বিজ্ঞানে তিনি ৮১ নম্বর পেয়েছেন। তবে যদি আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির কৃতিত্ব সম্পর্কে আলোকপাত করতে যাই, তবে এখনো পর্যন্ত বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫ সেঞ্চুরি করার বিস্ময়কর রেকর্ডটি লিপিবদ্ধ রয়েছে।

Related Articles

Back to top button