ভাইরাল & ভিডিও

হিংস্র কুমিরের গায়ে হাত বুলিয়ে বন্ধুত্ব করছে এক ব্যক্তি, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

আমরা অনেকেই বাড়িতে পোষ্য জীবজন্তু রেখে থাকি। এছাড়াও রাস্তাঘাটে কুকুর বিড়াল দেখলে প্রায়ই বন্ধুত্ব করতে চায় অনেকেই। হামেশাই রাস্তার কুকুর বিড়াল কে আদর করে অনেক পশুপ্রেমীরা। তবে একবার ভেবে দেখুন তো বন্য হিংস্র প্রাণীদের সাথে কখনো মানুষের বন্ধুত্ব করা সম্ভব? কিন্তু যারা আসল পশুপ্রেমী হয়ে থাকে তারা যে কোন প্রাণীর সাথেই বন্ধুত্ব করতে সক্ষম হতে পারে সেটা বন্যপ্রাণী হোক কিংবা গৃহপালিত। যে সমস্ত বন্যপ্রাণীরা হিংস্র হয়ে থাকে তাদের থেকে আমরা সর্বদা দূরে থাকার চেষ্টা করি কিন্তু কিছু মানুষ রয়েছে যারা সত্যিকারের পশুপ্রেমী হয়ে থাকে তারা বন্য প্রাণীদেরকেও আপন করে নিতে জানে।

Advertisement
Advertisement

আমরা বন্যপ্রাণী কুমিরের হিংস্রতার কথা সকলেই জানি। একবার কুমিরের কবলে পড়লে কোন মানুষই প্রাণ নিয়ে ফিরতে পারে না। সম্প্রতি এক অবাক করা ভিডিও ভাইরাল হয় এই ভিডিওতে দেখা যায় একটি হিংস্র কুমিরের সাথে কি অনায়াসে একটি ব্যক্তি বন্ধুত্ব করে নিয়েছে। এবং সেই কুমিরকে গায়ে হাত বুলিয়ে আদর করে গল্প করছে। কি অদ্ভুত সাহস এই ব্যাক্তিটির। নেট দুনিয়ায় দর্শকরা এই ভিডিও দেখে অবাক হয়ে যায়। তারা কিছুতেই বিশ্বাস করতে পারে না এক হিংস্র কুমিরের সাথে এক ব্যক্তি কিভাবে এত বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারে।

Advertisement

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে একটি পুকুরের পাশে বসে থাকে এক ব্যক্তি, কুমিরটি শরীরের রোদ লাগাবে বলে পুকুরের থেকে বেরিয়ে পারে এসে দাঁড়ায়। সামনে বসে থাকা লোকটি কুমিরটিকে দেখে ভয় পেয়ে গিয়ে দূরে ছিটকে সরে যাওয়া এইরূপ কোনো আচরণ করেনি বরং হিংস্র কুমিরের কাছে গিয়ে তার পিঠে হাত বুলিয়ে বন্ধুর মতো তার সাথে সক্ষতা করা শুরু করে । যে ভিডিওটি চিত্রায়িত করছিল সে বারবার সেই ব্যক্তিকে সতর্ক করছিল। কিন্তু লোকটি কুমিরটিকে ভালোবেসে কাছে টেনে নেয় এবং সক্ষতা করা শুরু করে।

Advertisement
Advertisement

https://youtu.be/qlKusoOBt5U

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আস্তে ভাইরাল হয়ে যায়। গুজরাটের ভাদোদারা শহরের বাসিন্দা পঙ্কজ নামক এই ব্যাক্তির ভিডিওটি ভাইরাল হয়।এই ভিডিওটি দেখামাত্রই নেটিজেনরা হতভম্ব হয়ে যায়। আর শুধুমাত্র লোকটির আচরণই নয় দর্শকদের অবাক করে তুলেছে কুমিরটির আচরণও। লোকটিকে কোনরকম হিংস্রতা না দেখিয়ে তার সাথে কমিটি বন্ধুত্বপূর্ণ আচরণ করে লোকটির যা বলে তাই শোনে। এই রূপ দৃশ্য দর্শকদের মন জয় করে নিয়েছে।

Advertisement

Related Articles

Back to top button