ভাইরাল & ভিডিও

Viral Video: বাঁদরকে আদা খাওয়াতে উপস্থিত হলেন এক ব্যক্তি, দেখুন তারপর কি হল, ভাইরাল ভিডিও

এই ভিডিওতে একটি বানরের আদা খাওয়ার প্রসঙ্গ রয়েছে

Advertisement
Advertisement

আপনি নিজের জীবনে একবার না একবার এই প্রবাদটা তো শুনেছেন, বন্দর কেয়া জানে আদরক কা সোয়াদ। এই প্রবাদটি অত্যন্ত জনপ্রিয় একটি হিন্দি প্রবাদ। তবে, সারা ভারতের মানুষই এই প্রবাদের বহুল ব্যবহার করেন। তবে, এবারে এই সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি একটি ভিডিওতে আপনি এই বিষয়টা নিজের চোখে দেখতে পাবেন, আদা ও বাঁদরের সম্পর্ক ঠিক কিরকম। সহজ ভাষায় বলতে গেলে, আপনি এই ভিডিওতে নিজের চোখেই দেখতে পাবেন, আদা খেয়ে বানরের কি হয়! এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। এতে দেখা যায় কোনো এক ব্যক্তি বানরকে আদা খেতে দেন। কিন্তু স্বাদ নেওয়ার সাথে সাথে সে তা তুলে ফেলে ফেলে দেয়।

Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি এসে আরাম করে বসে থাকা বানরের কাছে যায়। তিনি সবাইকে এক টুকরো আদা দিচ্ছেন। দুটি বানর এতে কোনো আগ্রহ না দেখালেও একজন আদা নিয়ে গেল। কিন্তু স্বাদ নেওয়ার সঙ্গে সঙ্গেই সেই বাঁদরটি আদার টুকরোটিকে মাটিতে ফেলে দিল। কয়েক সেকেন্ডের এই ভিডিও ক্রমশ ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

Advertisement

এই ভিডিওটি IFS অফিসার সুশান্ত নন্দা তার টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। এর সঙ্গে ক্যাপশনে লেখা, ‘বাঁদররা কি জানবে আদার স্বাদ কেমন!’ কথিত আছে, মাটির সঙ্গে সঙ্গে জড়িয়ে থেকে বেড়ে ওঠার কারণেই হয়তো বানররা ঠিকমতো জানে না, আদা কেমন খেতে হয়। তারা শুধু গাছ ও গাছে জন্মানো ফল ও সবজি খায়। তাই মাটির নিচে তৈরি ফসলের স্বাদ তারা কখনোই পাবেন না।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button