ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

২০২ টাকার নতুন প্ল্যান নিয়ে এলো Vi, পাবেন ১৩ টি OTT সাবস্ক্রিপশন একেবারে ফ্রী

জানুন এই প্ল্যানে আপনি কি কি অফার পাচ্ছেন এবং কিভাবে আপনি এই প্ল্যান গ্রহণ করবেন

Advertisement
Advertisement

ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভি গোপনে গোপনে একটি নতুন ২০২ টাকার রিচার্জ প্ল্যান চালু করে দিয়েছে। এই প্ল্যানটি আপাতত তাদের মোবাইল অ্যাপে লিস্টেড রয়েছে, তবে এখনও অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। আসলে Jio তাদের নতুন Jio Cinema Premium প্ল্যান লঞ্চ করার পরই এই নতুন সিদ্ধান্ত নিল Vi।

Advertisement
Advertisement

এই নতুন প্ল্যানটি বিশেষভাবে বিনোদনপ্রিয় গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটিতে Vi Moviеs and TV Pro সাবস্ক্রিপশন ছাড়া অন্য কোনো সুবিধা দেওয়া হয় না। Vi Moviеs and TV Pro হল টেলিকম অপারেটরের একটি OTT প্ল্যাটফর্ম যা প্রিপেইড এবং পোস্টপেইড Vi রিচার্জ প্ল্যানের সাথে দেওয়া হয়ে থাকে গ্রাহকদের। নতুন রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা এখন ২০২ টাকায় এই বান্ডেলটি কিনতে পারেন। চলুন তাহলে এই প্ল্যানের ব্যাপারে কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement

১. নতুন ২০২ টাকার রিচার্জ প্ল্যানটি Vi অ্যাপে লিস্টেড রয়েছে, ওয়েবসাইটে আসবে শীঘ্রই।

Advertisement
Advertisement

২. এই প্ল্যানটি Vi Moviеs and TV Pro সাবস্ক্রিপশনের মাধ্যমে ১৩ টিরও বেশি OTT অ্যাপ অ্যাক্সেস দেয়।

৩. এই প্ল্যানের সাবস্ক্রিপশন মেয়াদ ৩০ দিন।

৪. এই প্ল্যানটি কোনো সেবা বৈধতা দেয় না, অর্থাৎ এটি আপনার বর্তমান বেস প্ল্যানের সাথে মিলিত হয়ে যাবে।

৫. অর্থাৎ নতুন প্ল্যানটি বেস প্ল্যান শেষ হলে শেষ হয়ে যাবে এবং এটি গ্রাহকদের জন্য একটি বিনোদনমূলক অ্যাড-অন।

৬. নতুন প্ল্যানের সুবিধা ভোগ করতে গ্রাহকদের একটি সক্রিয় বেস প্ল্যান থাকা বাধ্যতামুলক।

৭. প্ল্যানটিতে Disney+ Hotstar, SonyLIV, SunNXT, Yupp TV, Shеmaroo Mе, Hungama এবং Discovеry সহ জনপ্রিয় OTT প্ল্যাটফর্মগুলি আপনি দেখতে পারবেন।

Vi এই নতুন প্ল্যানের মাধ্যমে JioTV Premium এবং Airtel Xstream Play এর মতো প্রতিযোগীদের সাথে পাল্লা দিতে চাইছে। JioTV Premium প্ল্যান ১৪ টিরও বেশি OTT অ্যাপ, প্রতিদিন ২ জিবি ডেটা দিয়ে থাকে। এই প্ল্যানের দাম ৩৯৮ টাকা থেকে শুরু হয়। অন্যদিকে, Airtel Xstream Play প্ল্যান ১৪৯ টাকা থেকে শুরু হয় এবং ২০ টিরও বেশি OTT অ্যাপ অ্যাক্সেস দেয়। অর্থাৎ বলাই যায়, Vi এর নতুন রিচার্জ প্ল্যানটি বিনোদনপ্রিয় গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার। আপনি কি একবার এটা ট্রাই করে দেখবেন?

Advertisement

Related Articles

Back to top button