জ্যোতিষ

Vastu Tips: এই কটি জিনিস বাড়ির দক্ষিণ দিকে রাখলেই মিটবে টাকার অভাব, চুম্বকের ন্যায় আকৃষ্ট হবে অর্থ

Advertisement
Advertisement

বর্তমান যুগে বেশিরভাগ মানুষই বাস্তুশাস্ত্র মেনেই নিজেদের বাড়ি বানান কিংবা ঘর সাজান। বাস্তু মতে, যদি সব ঠিকঠাকভাবে মেনে গোটা বাড়ি ও ঘর সাজানো হয় তবে সর্বদা সেই গৃহস্থ বাড়ির উপর নিজের আশীর্বাদ বর্ষণ করেন স্বয়ং মা লক্ষ্মী। উল্লেখ্য, যদি নিয়ম মেনে গৃহস্থ বাড়ির দক্ষিণ দিকে কয়েকটি জিনিস সঠিকভাবে রাখা হয়, তবে সেই গৃহস্থ বাড়িতে অর্থের অভাব দূর হয়। চুম্বকের ন্যায় আকৃষ্ট হয় অর্থ ও সমৃদ্ধি। বলাই বাহুল্য বাস্তু মতে, দক্ষিণ দিকে নিম্নলিখিত জিনিসগুলি রাখা শুভ বলেই মনে করা হয়ে থাকে। আপাতত, সেই প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করা হল এই নিবন্ধের সূত্র ধরে।

Advertisement
Advertisement

১) বাস্তু মতে, বাড়ি কিংবা ঘরের দক্ষিণ দিকেই ঝাঁটা রাখা শুভ বলে মনে করা হয়। এর প্রভাবে অর্থ ও সমৃদ্ধি আসে গৃহস্থ বাড়িতে।

Advertisement

২) গৃহস্থ বাড়ির সমৃদ্ধির জন্য সর্বদা দক্ষিণ দিকে বাস্তু মতে জেড প্যাক রাখা শুভ বলে মনে করা হয়।

Advertisement
Advertisement

৩) বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে ফিনিক্স পাখির ছবি রাখা শুভ বলে মনে করা হয়। কারণ বলা হয়ে থাকে, এই পাখির ছবি বাড়ির দক্ষিণ দিকে লাগালে গৃহস্থ ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।

৪) বাস্তু অনুসারে, গৃহস্থ বাড়িতে বিছানা দক্ষিণ দিক করে রাখাই শ্রেয়। কারণ মনে করা হয়, বাড়ির দক্ষিণ দিকে বিছানার অবস্থান হলে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বিরাজ করে।

৫) দক্ষিণ-পূর্ব দিক করে ঘুমানো শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী। পাশাপাশি যেকোন ভারী জিনিস রাখার উপযুক্ত দিক এটি।

৬) বাস্তুশাস্ত্র অনুযায়ী মনে করা হয়, ঘরের যেকোন দামি জিনিস দক্ষিণ দিকে রাখাই শুভ। এতে গৃহস্থ ঘরে অর্থের অভাব দেখা যায় না। পাশাপাশি বজায় থাকে মা লক্ষ্মীর আশীর্বাদ।

Advertisement

Related Articles

Back to top button