নিউজরাজ্য

Vande Bharat express: এবার বাংলাতেই তৈরি হবে বন্দে ভারত? ৭২ হাজার কোটি টাকার বরাত পেতে মুখিয়ে রয়েছে কলকাতার এই সংস্থা

যদি টিটাগর ওয়াগন এই চুক্তি খেতে পারে তাহলে বাংলায় রেল তৈরির ইতিহাসে এটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে

×
Advertisement

এবারে বাংলার বুকেই তৈরি হতে পারে দেশের অন্যতম দ্রুত ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। ৭২ হাজার কোটি টাকার বন্দে ভারত চুক্তির জন্য এখনো পর্যন্ত পাঁচটি সংস্থা দরপত্র হেঁকেছে। আর এর মধ্যে অন্যতম হলো ভারতীয় সংস্থা টিটাগর ওয়াগন লিমিটেড। ভারত হেভি ইলেকট্রিক্যালস অর্থাৎ ভেলের সঙ্গে হাত মিলিয়ে এই দরপত্র দিয়েছে তারা। যদি এই চুক্তি পাওয়া যায় তাহলে বাংলায় ট্রেন নির্মাণের ইতিহাসে এটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুধু তাই নয়, যে পরিকাঠামো দরকার এই ট্রেন তৈরি করার জন্য ইতিমধ্যেই সেই দিকে উদ্যোগী হয়েছে টিটাগর ওয়াগন। তারা জানিয়েছে, এই উদ্দেশ্যে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে ৭০০ কোটি টাকার মূলধন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের।

Advertisements
Advertisement

উত্তরপাড়া হিন্দ মোটরে আসন্ন স্টিল বডি ফ্যাসিলিটির মাধ্যমে হুগলি হাওড়া এবং সংলগ্ন এলাকার শিল্পের ছবি পাল্টে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে, আবারো নতুন করে লাভজনক সংস্থা হয়ে উঠবে টিটাগর ওয়াগন। এর ফলে উৎপাদন বাড়বে বেশ অনেক গুণ এবং বাড়বে কর্মসংস্থান। তবে আপাতত বরাত পাওয়াটা সব থেকে বড় চ্যালেঞ্জ তাদের কাছে। এই বিরাট চুক্তি পেতে মুখিয়ে রয়েছে জার্মানি থেকে রাশিয়ার বেশ কিছু সংস্থা। সিমেন্স এবং আলস্টমের মতো বড় বড় আন্তর্জাতিক কোম্পানিগুলি ইতিমধ্যেই দরপত্র জমা দিয়েছে।

Advertisements

বন্দে ভারত এক্সপ্রেসের এই মেগা টেন্ডারে বলা হয়েছে, যারা এই বরাত পাবে তাদের সঙ্গে ৩৫ বছরের রক্ষণাবেক্ষণের চুক্তি করা হবে। সঙ্গে ২০০টি ট্রেনের নকশা, উৎপাদন এবং পরীক্ষা পুরো বিষয়টাই তাদেরকে করতে হবে। ২০০ টি ট্রেনের মোট আনুমানিক মূল্য হবে প্রায় ৭২ হাজার কোটি টাকা। আগামী তিন থেকে চার বছরের মধ্যে এই পুরো কাজ সম্পন্ন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। যারা সবথেকে ভালো দরপত্র জমা দিতে পারবেন তাদেরকে এই চুক্তি দেওয়া হবে। মূলত দুটি কোম্পানি পাবে এই চুক্তি। সবচেয়ে কমে যারা করতে রাজি আছে, তাদের ১২০ টি ট্রেনের দায়িত্ব দেওয়া হবে এবং দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা পেয়ে যাবে ৮০টি ট্রেনের দায়িত্ব। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এবারে বাংলাতেই তৈরি হবে বন্দে ভারত এক্সপ্রেস।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button