নিউজToday Trending Newsদেশ

বাতিল হবে একের পর এক রেশন কার্ড, সরকারের সিদ্ধান্তে অনেকের ঘুম ছোটার জোগাড়

Advertisement
Advertisement

অনেক সরকারি প্রকল্প কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। যার মাধ্যমে জনগণ উপকৃত হচ্ছে। এমন পরিস্থিতিতে, আপনি যদি রেশন কার্ডধারী হন তবে এই খবরটি আপনার জন্য খুব প্রয়োজনীয় হতে পারে। এই খবর শুনে অনেকেই হয়তো ধাক্কা খাবেন। আসলে রেশন কার্ডে সংশোধন করার কাজ শুরু করেছে সরকার। আগেও এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবার আবার নতুন করে উদ্যম নিয়েছে সরকার। যোগ্য ব্যক্তিরা যাতে রেশন পান সে ব্যাপারটা কেন্দ্র সরকার নিশ্চিত করতে চাইছে। এই কাজে অনেকের নাম রেশমের তালিকার থেকে বাদ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Advertisement

উত্তর প্রদেশ সরকার রাজ্যে রেশন কার্ড বাতিলের কর্মসূচি শুরু করেছে। ইউপি সরকারের তরফ থেকে এই আদেশ জারি করা হয়েছে। এতে সরকার অযোগ্য ব্যক্তিদের নাম সরিয়ে দিয়ে যোগ্য ব্যক্তিদের নাম রেশন প্রাপকদের তালিকায় যুক্ত করবে। ২০১১ সালের আদমশুমারির ভিত্তিতে রেশন কার্ড তৈরি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন রেশন কার্ড বানাতে কিছুটা সমস্যা হচ্ছে। এমন পরিস্থিতিতে অভাবগ্রস্তদের বিনামূল্যে রেশনের সুবিধা দিতে সরকার অযোগ্যদের নাম কেটে সেখানে যোগ্যদের নাম যুক্ত করছে। উত্তর প্রদেশ সরকার অনেক জেলায় এই কাজ শুরু করেছে।

Advertisement

New Ration Card

Advertisement
Advertisement

নতুন রেশন কার্ডের জন্য আবেদনকে স্থান দেওয়ার জন্য পুরানো কার্ডগুলি যাচাই করা হচ্ছে এবং অযোগ্যদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে। অর্থাৎ, ২০১১ সাল পর্যন্ত জাতীয় খাদ্য সুরক্ষায় এখনও নাম যুক্ত হচ্ছে। ২০১১ সালের তুলনায় ২০২২ সালে শহরের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তাই সংশোধনের কাজ করতে কিছুটা সময় লাগছে প্রশাসনের।

রেশন কার্ডের নতুন তালিকা কীভাবে দেখবেন:

• এর জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েব সাইটে যেতে হবে।

• এর পরে হোম পেজে খুলবে।

• এর পর বিপিএল, এপিএল কার্ডের অপশন পাওয়া যাবে। পছন্দের অপশনে ক্লিক করুন।

• অপশনে ক্লিক করার পর আপনার সামনে রেশন কার্ডের তালিকা খুলবে।

• এই ফর্মে জেলা, স্থানীয় সংস্থা, গ্রাম পঞ্চায়েত, ক্যাপচা কোড ইত্যাদি পূরণ করতে হবে।

• এরপর গো-তে ক্লিক করলেই লিস্ট ওপেন হয়ে যাবে।

• এখন আপনি তালিকায় আপনার নাম দেখতে পাবেন।

Advertisement

Related Articles

Back to top button