কৌশিক পোল্ল্যে: সদ্যই হয়ে গেল 65 তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন অনুষ্ঠান 2020। সমস্ত সেলেবরা নিজেদের সুন্দরভাবে সাজিয়ে তুলে ফিল্মফেয়ারের রেড কার্পেট আলোকিত করেন। প্রাক্তন মিস ইন্ডিয়া উর্বশী বর্তমানে একজন বলিউড অভিনেত্রীর তকমা পাওয়ায় তাকেও প্রতিবছর আমন্ত্রন জানানো হয় ফিল্মফেয়ার কমিটি থেকে।
এই সুযোগে নিজের স্টাইল প্রদর্শনে কোনো খামতি রাখলেন না উর্বশী। কালো রংয়ের ন্যারো অ্যাটাচ্ড গাউনে মোহময়ী লুকে ফিল্মফেয়ারের রেড কার্পেটে আগুন জ্বালালেন তিনি। লাল রংয়ে মিশে কালোর সৌন্দর্যতা। আন্তর্জাতিক সুন্দরী হিসেবে নিজের জাত চিনিয়ে দিলেন এইভাবেই। 2015 সালে মিস ইউনিভার্স না জিতলেই বা কী!
আরও পড়ুন : স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতায় মেতে উঠলেন ঝুমা বৌদি, দেখুন সেই ছবিগুলি
এশিয়ার সেক্সিয়েস্ট ওয়েমেন, মিস ট্যুরিজম কুইন, মিস ডিভা ইত্যাদি সহ বিশ্বের সবচেয়ে বেশি প্যাজেন্ট জেতার রেকর্ড রয়েছে তারই নামে। অতি সম্প্রতি পোস্ট করা উর্বশীর এই ছবিতে লাইকের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে উচ্চতর সীমানায়। ইনস্টাগ্রামে 22 মিলিয়ন ফলোয়ার্স হোল্ডার উর্বশী বর্তমানে নতুন কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত হননি।
View this post on Instagram