খুব সম্প্রতি সবুজ জালিদার পোশাকে গোটা সোশ্যাল দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন উরফি জাভেদ। বিখ্যাত চিত্রগ্রাহক মানব মঙ্গলানীর ক্যামেরাতেই ক্যামেরাতেই উঠে এসেছেন তিনি। আর সেই ছবি নিজেই শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। সাম্প্রতিক এই ঝলকে অভিনেত্রীকে স্কিন রঙের অন্তর্বাসের সাথে সবুজ জালিদার পোশাকে দেখা গিয়েছে। এদিন মানানসই সবুজ হাই হিলেও ছিলেন তিনি। চুল বেঁধে তাতে লাগিয়েছিলেন বেল ফুলের মালাও। ডার্ক লিপস্টিকে নিয়েছিলেন নুড মেকাপও। শরীরী আবেদনে হোক কিংবা চোখে-মুখে বজায় রেখেছিলেন বোল্ডনেসের ছাপ। আপাতত, উরফি নিজের এই সাম্প্রতিক ঝলককে কেন্দ্র করেই তাপমাত্রা বাড়িয়েছেন সোশ্যাল দুনিয়ার।
Urfi Javed: সব সীমা অতিক্রম করলেন উরফি, সবুজ জালিতেই হাজির হলেন ক্যামেরার সামনে
বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে…

আরও পড়ুন