দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পুরাতন পেনশনের সুবিধা কারা পাবে? পরিস্থিতি স্পষ্ট করেছে কেন্দ্রীয় সরকার

Advertisement
Advertisement

কেন্দ্রীয় কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের চিঠির পর পরিস্থিতি স্পষ্ট করেছে রাজ্য সরকার। নিয়োগ দফতর জানিয়েছে, ২০০৫ সালের ১ এপ্রিলের আগে যাঁরা বিজ্ঞাপন মারফৎ কাজ পেয়েছেন, তাঁরা সকলেই নতুন পেনশন পাবেন। তাঁদের পুরনো পেনশন দেওয়া যাবে না।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন মন্ত্রক ২০২৩ সালের ৩ মার্চ রাজ্যগুলিকে একটি চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়েছিল, ২০০৫ সালের ১ এপ্রিলের আগে কেন্দ্রীয় পরিষেবার কর্মীদের যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে পরে যাঁদের নিয়োগ করা হয়, তাঁদের পুরনো পেনশন দেওয়া হবে। এর ভিত্তিতে রাজ্য ইচ্ছা করলে আর্থিক পরিস্থিতি মূল্যায়নের কথা বিবেচনা করতে পারে।

Advertisement

Ops

Advertisement
Advertisement

এই মর্মে উত্তরপ্রদেশ জুডিশিয়াল সার্ভিস এবং উচ্চতর জুডিশিয়াল সার্ভিসের বিচার বিভাগীয় আধিকারিকরা জাতীয় পেনশন স্কিমের বিজ্ঞপ্তির তারিখের আগে যাঁদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাদের পুরানো পেনশন প্রকল্পের সুবিধা সম্পর্কে নিয়োগ বিভাগকে একটি চিঠি পাঠিয়েছিলেন। এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নিয়োগ বিভাগ। তাতে বলা হয়েছে, কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা করেছে, তার ১০০ শতাংশ কার্যকর করতে রাজ্য সরকার বাধ্য নয়। রাজ্য সরকার তার আর্থিক সংস্থানের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেয়।

২০০৫ সালের ২৮ মার্চ এবং ২০১৯ সালের ১৬ এপ্রিল রাজ্যের অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৫ সালের ১ এপ্রিল বা তার পরে যাঁরা অফিসে যোগ দিয়েছেন, তাঁরা নিউ পেনশন স্কিমের আওতায় আসবেন। অতএব, এটা স্পষ্ট যে এই ধরনের কর্মীরা নতুন পেনশন পাবেন।

Advertisement

Related Articles

Back to top button