Today Trending Newsদেশনিউজ

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনুপস্থিতিতেই সম্পন্ন হল উন্নাও এর নির্যাতিতা তরুণীর শেষকৃত্য

Advertisement
Advertisement

উত্তরপ্রদেশ : মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনুপস্থিতিতেই সম্পন্ন হলো উন্নাও এর নির্যাতিতা তরুণীর শেষকৃত্য। যদিও নির্যাতিতার পরিবারের দাবি ছিল মুখ্যমন্ত্রী না আসা পর্যন্ত তারা শেষকৃত্য করবেন না, কিন্তু অবশেষে প্রশাসনের শীর্ষ কর্তাদের বোঝানোতে সন্তুষ্ট হয়ে বিশাল পুলিশি ঘেরাটোপে শেষকৃত্য সম্পন্ন হলো ওই নির্যাতিতার। বিশাল পুলিশ বাহিনী ছাড়াও শেষকৃত্যে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ।

Advertisement
Advertisement

গত শুক্রবার রাতে দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হওয়ার পর এদিন ছিল তাঁর শেষকৃত্য। পরিবারের লোকেরা অবশ্য দাবি করেছিল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ না এলে তারা শেষকৃত্যে অংশ নেবেনা। এরপর লখনৌয়ের ডিভিশনাল কমিশনার মুকেশ মেশরম পরিবারের লোকেদের সাথে কথা বলে অবশেষে তাদের রাজি করান।

Advertisement

যদিও মুখ্যমন্ত্রী নিজে না আসতে পারলেও অন্য দুই মন্ত্রীকে উন্নাও এর ওই নির্যাতিতার বাড়ি পাঠিয়েছিলেন। সেখানে গিয়ে দুই মন্ত্রী দীর্ঘক্ষণ পরিবারের সাথে কথা বলেন। ক্ষতিপূরণের ২৫ লক্ষ টাকা তুলে দেওয়া হয় ওই পরিবারের হাতে। আবাস যোজনায় দুটি পাকা বাড়ি করে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

Advertisement
Advertisement

নির্যাতিতা ওই তরুণীর বাবা জানিয়েছেন, তিনি লোভী নন। তিনি টাকা, বাড়ি কিছুই চাননা, তিনি শুধু চান তাঁর মেয়ের ধর্ষকদের যেন ফাঁসি হয়। সরকারের তরফে বলা হয়েছে, ওই পরিবারকে ২৪ ঘন্টা সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে। তরুণীর বোনকে সরকারি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছে যোগী সরকার।

Advertisement

Related Articles

Back to top button