ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মুদ্রাস্ফীতির মধ্যেও এই স্পোর্টস বাইকের দাম মাত্র ২৫ হাজার টাকা, জানুন কিভাবে কোথায় পাবেন এই বাইক

এই বাইকটি আপনি অনেকটাই সস্তায় পেয়ে যাবেন বিভিন্ন বাইক সেলিং ওয়েবসাইটে

Advertisement
Advertisement

আজকাল ভারতের বাজারে স্পোর্টস বাইকের চাহিদা বাড়ছে। সেই কারণে কোম্পানিগুলি একাধিক মডেলের নতুন নতুন স্পোর্টস বাইক লঞ্চ করেছে, যা গ্রাহকদের প্রথম পছন্দ হয়ে উঠছে। বিদেশেও এর চাহিদা অনেক। এর কারণে অনেক সময় বাইক লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে বাইকের দারুন একটা ডিমান্ড শুরু হয় সব জায়গায়। তবে অনেক মানুষ এমনও আছেন, যাদের সস্তা বাইক বেশি পছন্দ।

Advertisement
Advertisement

যদি TVS Apache RTR 160 আপনার পছন্দের তালিকায় থাকে, এবং আপনি বাজেট করতে না পারেন, তাহলে আমরা আপনার জন্য আমরা এমন একটি অফার নিয়ে এসেছি, যায় মাধ্যমে আপনি অনেকটাই সস্তায় এই বাইকটি কিনতে পারবেন। এখানে আপনি কিভাবে ১.২৬ লক্ষ টাকার পরিবর্তে মাত্র ২৫ হাজার টাকায় TVS Apache RTR বাড়িতে নিয়ে আসতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, নতুন TVS Apache RTR 160 এর জন্য আপনাকে ১.১৯ লক্ষ থেকে ১.২৬ লক্ষ টাকা খরচ করতে হবে। কিন্তু আপনি যদি এখানে উল্লেখিত অফারে বাইকটি বেছে নেন, তাহলে অর্ধেকেরও কম দামে এই বাইকটি পাবেন।

Advertisement

কম বাজেটে সেকেন্ড হ্যান্ড TVS Apache RTR 160 কেনার এই অফারগুলি DROOM ওয়েবসাইটে রয়েছে। এখানে তালিকাভুক্ত Apache 160 এর ২০১২ মডেল যা দিল্লিতে রেজিস্টার রয়েছে। এই বাইকটির মালিক এই বাইকের দাম রেখেছেন মাত্র ২৬ হাজার টাকা।

Advertisement
Advertisement

যারা স্পোর্টস বাইকের জন্য কম খরচ করতে চান, তাদের জন্য সেকেন্ড হ্যান্ড TVS Apache RTR 160-এর পরবর্তী ডিল রয়েছে OLX ওয়েবসাইটে। এখানে বাইকের দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকা, যার রেজিস্ট্রেশন দিল্লিতে এবং এর মডেল ২০১৪ সালের।

একই TVS Apache RTR 160 সেকেন্ড হ্যান্ড মডেলটি BIKES4SALE ওয়েবসাইটে উপলব্ধ। এখানে এই স্পোর্টস বাইকের ২০১৬ সালের মডেলটি বিক্রির জন্য রাখা হয়েছে, যেটি দিল্লিতে রেজিস্টার্ড। এই বাইকের দাম রাখা হয়েছে ৩৫,৯৯৯ টাকা।

Advertisement

Related Articles

Back to top button