ভাইরাল & ভিডিও

ইয়া বড় কুমিরকে বোকা বানিয়ে প্রাণ রক্ষা এক কচ্ছপের, দেখুন ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

আপনি বলুন যদি একটা কুমির আর কচ্ছপের লড়াই হয় তবে কে জিতবে? আপনি নিশ্চয় বলবেন কুমির কুমির। হ্যাঁ একদম ঠিক। ইয়া বড় একটা কুমিরের কাছে পুঁচকে কচ্ছপ কিছুই না। হালুম করে গিলে ক্ষেতে কতক্ষন? কিন্তু একটা মজার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে কুমির/অ্যালিগেটরের মুখ থেকে প্রাণ নিয়ে ফিরল আস্ত কচ্ছপ। কুমিরটা যেই না হালুম করে চিবোতে গেছে ওমনি কচ্ছপটি কুমিরের দাঁতের ফাঁক দিয়ে মাথা গলিয়ে বেড়িয়ে যায়। বোকা কুমিরের মধ্যাহ্নভোজন আর হল না। চলুন আগে ভিডিও দেখি তারপর আমরা বিশ্লেষণে যাব।

Advertisement
Advertisement

https://www.facebook.com/watch/?v=321869949073894

Advertisement

ভিডিও দেখে ভাবছেন এটা তো অ্যালিগেটর। তবে কুমির কেন বলা হচ্ছে? আসলে অ্যালিগেটর ও কুমিরকে পৃথক করা একটু কঠিন। কুমিরের মাথা হয় সরু ও লম্বা। অ্যালিগেটরের মুখটি অনেকটা ইংরেজি ইউ (U) আকৃতিবিশিষ্ট হয়। এঁরা ঘাড় বিশেষ বাঁকাতে পারেনা এবং চোয়াল সজোরে বন্ধ হয় কিন্তু খোলার পেশী তত জোরালো নয়। ভাবুন এর মধ্যেও কচ্ছপটি ঠিক বুদ্ধি করে নিজের প্রাণ রক্ষা করেছে।

Advertisement
Advertisement

এই ভিডিও দেখে কেউ কেউ বলছে এটি এমন একটি পাঠ যা অন্যের উচ্চতা, শক্তি এবং মর্যাদা আমাদের অনুমান করা উচিত নয়, বিজয়ী হওয়ার জন্য প্রত্যেকের নিজস্ব ডিফেন্ডার এবং সরবরাহকারী রয়েছে। আবার কেউ কেউ মন্তব্য করেছেন যে বাড়িতে বড় ভাই বা বোনের সঙ্গে লড়াই করলে যেমনটা হয় এখানেও ঠিক তাই হয়েছে। ভিডিওটি যেমন চমকপ্রদ তেমনই শিক্ষণীয়। বাচ্চাদের জন্য এই ধরণের ভাইরাল ভিডিও গুলি সত্যিই শিক্ষণীয়।

Advertisement

Related Articles

Back to top button