আন্তর্জাতিকনিউজ

চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুমকি ট্রাম্পের

Advertisement
Advertisement

করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারির আকারে ছড়িয়ে পড়ার পর থেকেই চিনকে হুঁশিয়ারি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোভিড ১৯ -এর বারবার চিনকেই দায়ী করে এসেছেন তিনি। ক্ষুব্ধ চিনা প্রেসিডেন্টও প্রত্যুত্তর দিয়েছেন। তৈরি থাকতে বলেছেন নিজেদের সেনাবাহিনীকে। এই উত্তপ্ত পরিস্থিতিতে আবারও চিনকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। খুব শীঘ্রই চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন তিনি।

Advertisement
Advertisement

তবে চিনের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ নিতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সে বিষয়ে স্পষ্ট জানাননি ট্রাম্প। মনে করা হচ্ছে, চিনের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারির পথে হাঁটতে পারে ট্রাম্প সরকার। এ বিষয়ে ধোঁয়াশা রেখে ট্রাম্প বলেন, ‘চিনের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নেব আমরা। যা খুবই ইন্টারেস্টিং হবে। তবে, এখনই এ বিষয়ে কিছু বলবো না আমি।’

Advertisement

তবে একইসঙ্গে ট্রাম্প এদিন জানান, ‘চলতি সপ্তাহের শেষেই আপনারা সব কিছু জানতে পারবেন। খুব শক্তিশালী কিছু একটা হতে চলেছে।’ প্রসঙ্গত, করোনা সংক্রমণের আবহে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে বিশ্বে। ইতিমধ্যে উত্তেজনা তৈরি হয়েছে ভারত – চিন সীমান্তে। চিনের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দেশের সেনাবাহিনীকে মহড়া শুরুর করার নির্দেশ দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। করোনা ভাইরাস নিয়ে বারবার চিনের দিকে আঙুল তুলছে আমেরিকা। যা ভালো চোখে দেখছে না চিন। সম্প্রতি চিনের শীর্ষ কূটনীতিবিদ ওয়াং ই এ বিষয়ে মার্কিন প্রশাসনের মনোভাবের তীব্র সমালোচনা করেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button