নিউজদেশ

Train cancelled in Sealdah Division: ৬ দিন বাতিল থাকবে শিয়ালদহ শাখার প্রচুর ট্রেন, দুর্ভোগে পড়বেন নিত্যযাত্রীরা

আগামী বুধবার অব্দি অনেক ট্রেন বাতিল থাকবে

Advertisement
Advertisement

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। আজ শুক্রবার থেকে আগামী বুধবার পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকছে একাধিক ট্রেন। কল্যাণী এবং নৈহাটি স্টেশনের মধ্যে তৃতীয় লাইনে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু করার জন্য নন ইন্টারলকিংয়ের কাজ হচ্ছে। আর সেই কারণে বাতিল থাকবে অনেক লোকাল ট্রেন।

Advertisement
Advertisement

আজ শুক্রবার ২১টি আপ এবং ২১ টি ডাউন লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়াও, ৪টি দূরপাল্লার ট্রেন বাতিল থাকার পাশাপাশি ৬টি দূরপাল্লা ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। কর্মব্যস্ত দিনে ট্রেন বাতিল থাকায় স্বাভাবিকভাবেই যাত্রীদের দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে। এই ৬ দিন কোন কোন ট্রেন বাতিল থাকবে, জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

আজ শুক্রবার যে সমস্ত ট্রেন বাতিল হয়েছে তার মধ্যে আপ লোকাল ট্রেন হল ৬টি কল্যাণী সীমান্ত লোকাল, ৬টি নৈহাটি লোকাল, ২ কৃষ্ণনগর লোকাল, ১টি রানাঘাট, কাটোয়া, বর্ধমান লোকাল এবং ২টি ব্যান্ডেল লোকাল। এছাড়া ডাউন ট্রেনের মধ্যে রয়েছে কল্যাণী সীমান্ত, কৃষ্ণনগর, বর্ধমান, ব্যান্ডেল, শান্তিপুর এবং নৈহাটি লোকাল। বাকি ৫ দিনও এই ট্রেনগুলি বাতিল থাকবে। এছাড়া ট্রেনের রুট ডাইভার্ট করা হয়েছে বেশ কিছু ট্রেনের। সেই ট্রেনগুলো হল গঙ্গাসাগর এক্সপ্রেস, কলকাতা-গোরখপুর এক্সপ্রেস, শিয়ালদা-বালিয়া এক্সপ্রেস, কলকাতা-যোগবাণী এক্সপ্রেস এবং গৌড় এক্সপ্রেস। ডাউন গোড্ড-শিয়ালদা মেমু প্যাসেঞ্জারের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। এই ট্রেনগুলি দমদম-দক্ষিণেশ্বর- ডানকুনি হয়ে যাতায়াত করবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button