নিউজরাজ্য

Train Cancelled: জুলাই মাসের শুরুতেই বাতিল হল হাওড়া শাখার একগুচ্ছ লোকাল ট্রেন, রইলো রেলওয়ে প্রকাশিত তালিকা

ওভারহেড ইলেকট্রিফিকেশন এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের জন্য আগামী ২ দিন একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে

Advertisement

বাংলার বুকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যাতায়াত করার জন্য লাইফলাইন হল লোকাল ট্রেন। দৈনন্দিন প্রচুর মানুষ এই লোকাল ট্রেনের ভরসাতেই অত্যন্ত সাধ্যের মধ্যে খরচ করে নিজের গন্তব্যে পৌঁছাতে পারেন। তবে শেষ কিছু মাস ধরে বাংলা লোকাল ট্রেন লাইনে চলছে বিভিন্ন কাজ। আর তাই মাঝে মাঝেই বাতিল হচ্ছে একগগুচ্ছ করে লোকাল ট্রেন। এবার নতুন জুলাই মাসের শুরুতেই পূর্ব রেলের হাওড়া ডিভিশনের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ওভারহেড ইলেকট্রিফিকেশন এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের জন্য আগামী ২ দিন একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে।

হাওড়া থেকে বর্ধমান আরামবাগ রামপুরহাট ডানকুনির প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশকিছু ট্রেনের রুট বদল করা হয়েছে এবং রুট সংক্ষিপ্ত করা হয়েছে। লোকালের পাশাপাশি শনি এবং রবিবার সময় বদলে গেছে শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া আরামবাগ এক্সপ্রেস, রামপুরহাট কাটোয়া এক্সপ্রেস, হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস, হাওড়া জয়নগর এক্সপ্রেস ইত্যাদির। কোন দিন কোন রুটে ট্রেন বাতিল হয়েছে? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

১ লা জুলাই বাতিল ট্রেন:

  • রামপুরহাট থেকে – 03094
  • হাওড়া থেকে – 36823, 36825, 36827, 36829, 37363, 37917, 36033, 36035
  • বর্ধমান থেকে – 36838, 36840, 36842, 36844
  • আরামবাগ থেকে- 37364
  • ব্যান্ডেল থেকে – 37749
  • কাটোয়া থেকে- 37748, 37924, 03067
  • আজ়িমগঞ্জ থেকে – 03068
  • ডানকুনি থেকে – 32230, 32232, 32234, 32236
  • চন্দনপুর থেকে – 36034, 36036

২ রা জুলাই বাতিল ট্রেন:

  • হাওড়া থেকে – 36823, 36825, 36827, 36829, 37317, 37373, 37319, 37361, 37363, 37917, 36033, 36035
  • বর্ধমান থেকে – 36838, 36840, 36842, 36844
  • তারকেশ্বর থেকে- 37328, 37330, 37332
  • আরামবাগ থেকে – 37362, 37364
  • গোঘাট থেকে – 37390
  • ব্যান্ডেল থেকে – 37749
  • কাটোয়া থেকে – 37748, 37924, 03095, 03035, 03067
  • আজ়িমগঞ্জ থেকে- 03096, 03036, 03068
  • ডানকুনি থেকে – 32232, 32234, 32236
  • শিয়ালদা থেকে- 32229, 32231, 32233, 32235
  • চন্দনপুর থেকে – 36034, 36036

Related Articles

Back to top button