নিউজরাজ্য

পশ্চিমবঙ্গবাসীর জন্য সুখবর, এবারে বাংলার দর্শনীয় স্থানে যাওয়ার জন্য ট্যুরিস্ট বাস আনছে রাজ্য সরকার

বাংলার জনপ্রিয় দর্শনীয় স্থানের পাশাপশি একাধিক অফবিট জায়গায়ও যাবে এই বাস

Advertisement
Advertisement

পুজোর আগে কলকাতাবাসীর জন্য নতুন করে সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। পুজোর আগে কলকাতা থেকে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রে যাবার জন্য চালু হলো টুরিস্ট বাস। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফ থেকে এই নতুন টুরিস্ট বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আনুষ্ঠানিক বিবৃতিতে। ১৬ সেপ্টেম্বর থেকে কলকাতা এবং বিভিন্ন জেলার রাজপথে এই বাস চলবে বলে জানিয়েছে পরিবহন দপ্তর। অন্যদিকে জল পথে চালু হচ্ছে বেলুড় এবং বোটানিক্যাল গার্ডেন যাওয়ার ভেসেল পরিষেবা।

Advertisement
Advertisement

আর মাত্র কয়েকদিন পর এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর তার সাথেই সরকারি কর্মীদের একটা লম্বা ছুটি। কলকাতায় পূজো কাটানোর পাশাপাশি অনেকেই এই সময়টা কাছে পেলে কোথাও একটা ঘুরে আসার জন্য কিছুটা সময় খুঁজে থাকেন। তাদের কথা মাথায় রেখেই পুজোর আগে কলকাতার আশেপাশের বেশ কিছু পর্যটনকেন্দ্রে যাবার জন্য বাস পরিষেবা চালু করতে চলেছে পরিবহন দপ্তর। বকখালি তারাপীঠ এবং ব্যান্ডেলের মতো পাঁচটি পর্যটন কেন্দ্রে যাবার জন্য চালু হচ্ছে বাস।

Advertisement

পরিবহন দপ্তর সূত্রের খবর কলকাতা থেকে বকখালি যাওয়ার জন্য এসি বাসে ভাড়া জনপ্রতি ৬শো টাকা। অন্যদিকে মায়াপুর এবং চন্দ্রকোনা গুরুদুয়ারা যেতে একই রকম ভাড়া গুনতে হবে যাত্রীদের। কলকাতা থেকে ফুরফুরা শরীফ যেতে এসি বাসের ভাড়া ৩৫০ টাকা। ব্যান্ডেল চার্চে যেতে ভাড়া ৩৫০ টাকা। তারাপীঠে যাতায়াতের জন্য প্রতি জন পিছু ভাড়া ৯০০ টাকা করে। এই বাসের টিকিট আপনি বিভিন্নভাবে কাটতে পারবেন। অফলাইনের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ওয়েবসাইট থেকে অনলাইনে আপনি টিকিট কাটতে পারেন। ১১ সেপ্টেম্বর থেকে জল পথে ভেসেল পরিষেবা চালু করতে চলেছে পরিবহন দপ্তর। মিলেনিয়াম পার্ক থেকে দক্ষিণেশ্বর হয়ে বেলুড় যেতে আসতে খরচ পড়বে ৬৪০ টাকা। অন্যদিকে হাওড়া থেকে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের ভাড়া ৩৭০ টাকা।

Advertisement
Advertisement

আগামী দিনে রাজ্যের অফবিট জায়গাগুলিতে যাবার জন্য বাস চালু করতে চাইছে পরিবহন দপ্তর। সেই নিয়ে দু-একদিনের মধ্যে পর্যটন দপ্তরের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন আধিকারিকরা। তার পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারের মতো শহর থেকে ডুয়ার্স এবং সিকিম যাওয়ার জন্য চালু হতে চলেছে বাস। পরিবহন দপ্তরের এই পরিষেবার নাম দেওয়া হয়েছে সবুজের অভিযান। পর্যটন ব্যবসা যখন উত্তরবঙ্গে মার খাচ্ছে সেই সময় পর্যটন ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, জানিয়ে বেশ কিছুটা আশাবাদী অনেকেই।

Advertisement

Related Articles

Back to top button