খেলাফুটবল

আজ মাঠে নামতে পারেন মার্কোস!

Advertisement
Advertisement

প্রতীক্ষার অবসান হতে চলেছে সব কিছু ঠিক থাকলে আজই মাঠে নামবেন লাল হলুদের নবাগত স্পানিশ স্ট্রাইকার মার্কোস জিমিনেজ ডি লা এস্পাদা মার্টিন। আজ দুপুরে বেহালার সম্মেলিত ক্লাব বিএসএস এর মুখোমুখি হবে লাল হলুদ বিএসএস কোচ রঘু নন্দী এর আগে বারবার লাল হলুদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে গত বারেও পিয়ারলেসের কোচ থাকাকালীন ১-১ গোলে ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টির জন্য তাই রঘুর দল কে যথেষ্ট সমীহ করছে লাল হলুদ ম্যানেজমেন্ট। বিএসএস দলে আছেন উইলিয়াম ওপোকু, ব্রাইট দের মতো বিদেশি সাথে বুথিরাম টুডুর মতো ঘরোয়া লিগের চেনা মুখ তাই এই দল কে হালকা ভাবে নিচ্ছে না স্পানিশ কোচ আলেহান্দ্রো অপরিদকে ডুরান্ডে হারের পর কলকাতা লিগ কেই পাখির চোখ করছেন তারা। ইস্টবেঙ্গল দলে আজ আপফ্রন্টে খেলতে দেখা যেতে পারে রোনাল্ডো অলিভিয়েরা ও হাইমে কোলাডোকে পরিবর্ত হিসেবে মাঠে নামতে পারেন মার্কোস। বাকি দুই স্লটে খেলবেন মার্তি ও কাশিম গোলে দেখা যেতে পারে গত ম্যাচে লাল হলুদ জনতার মন জয় করে নেওয়া মির্শাদ কে। সব মিলিয়ে লিগের প্রথম ম্যাচে হারের পর আজকের ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাইছেন কোচ আলেহান্দ্রো।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button