দেশনিউজ

৭৪–এ পা দিলেন সোনিয়া গান্ধী, জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Advertisement
Advertisement

নয়াদিল্লি:, আজ ৯ ডিসেম্বর, বুধবার, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জন্মদিন। তবে করোনা পরিস্থিতির কারণেই এ বছরে কংগ্রেস সুপ্রিমোর জন্মদিন জাঁকজমকপূর্ণভাবে নয়, বরং অনেকটা নিরিবিলিভাবেই যেন হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কার্যত সেলিব্রেশন চলছে সোনিয়া গান্ধীর জন্মদিন উপলক্ষে। কারণ, সকাল থেকেই তাঁকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা শুভেচ্ছাবার্তা দিয়েছেন। এমনকি সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Advertisement
Advertisement

রাজনীতির ময়দানে যতই বিরোধ থাকুক না কেন, জীবনের এই শুভ দিনে বিরোধী দলনেত্রীকে শুভেচ্ছা জানাতে এতটুকু ভোলেননি প্রধানমন্ত্রী। তিনি টুইটারে লিখেছেন, ‘শ্রীমতী সনিয়া গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। ঈশ্বর তাঁকে সুস্বাস্থ্যের অধিকারী ও দীর্ঘজীবী করুন।’

Advertisement

Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিও সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, এ বছরে ৭৪-এ পা দিলেন ইন্দিরা পুত্রবধূ। তবে করোনা পরিস্থিতি, দিল্লি দূষণ এবং প্রচন্ড ঠান্ডার কারণে এই মুহূর্তে সোনিয়া গান্ধীর ঠিকানা গোয়া। কারণ, চলতি বছরে বুকের সমস্যায় গুরুতরভাবে অসুস্থ হতে দেখা গিয়েছিল তাঁকে। এমনকি করোনা পরিস্থিতির মধ্যেই তাঁকে নিয়ে বিদেশে যেতে বাধ্য হন ছেলে রাহুল গান্ধী। সেখানেই দীর্ঘদিন চিকিৎসা চলে তাঁর। পরবর্তীকালে তিনি দেশে ফিরে এলেও করোনা পরিস্থিতি, দিল্লি দূষণ ও ঠান্ডার কারণে চিকিৎসকদের পরামর্শ মেনেই আপাতত গোয়ায় সুস্থ পরিবেশে ও প্রকৃতির খোলা হাওয়ায় রয়েছেন সোনিয়া গান্ধী। মায়ের সঙ্গে সেখানে রয়েছেন রাহুলও। তাই সেখানে নিজের লোকেদের সঙ্গে কোনওরকম উৎসব, আনন্দ, আল্লাদ ছাড়া বেশ খানিকটা নিরিবিলিতে নিজের এবারের জন্মদিন কাটালেন কংগ্রেস সুপ্রিমো।

Advertisement

Related Articles

Back to top button