ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

অটো সেক্টরকে কাঁপিয়ে দিতে ফিরে আসছে অল্টো ৮০০, টক্কর দেবে হুন্ডাই ক্রেটাকেও, দেখুন দাম এবং ফিচার

alto গাড়িটি ভারতের বাজারে সম্প্রতি নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলেছে

Advertisement
Advertisement

ভারতের অটোমোবাইল সেক্টর এর বিভিন্ন গাড়িকে একেবারে চমকে দিতে এবারে নতুন ভূমিকায় বাজারে আসছে Alto ৮০০। এই গাড়িটি এমন কিছু বৈশিষ্ট্য নিয়ে আসছে যে হুন্ডাই কোম্পানির ক্রেটা গাড়িটিও এর সামনে টিকতে পারবে না। মারুতি তার এই নতুন গাড়িতে এমন কিছু বৈশিষ্ট্য যুক্ত করেছে যা এটিকে ভারতের সবথেকে সাশ্রয় মূল্যের গাড়ি হিসেবে উপস্থাপিত করেছে। একটা সময়ে এটা ভারতের সবথেকে সস্তা এবং সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়িগুলোর মধ্যে একটি ছিল। তবে এখন, একেবারে সস্তা গাড়ি কিন্তু এটা নয়। কিন্তু সস্তার মধ্যে সবথেকে ভালো ফিচার আপনি এই গাড়িটিতেই পেতে পারবেন। কোম্পানিটি হালনাগাদ তার নতুন সংস্করণে বেশ কিছু নতুন পরিবর্তন নিয়ে এসেছে। জানা যাচ্ছে এই গাড়িটি নতুন কিছু ফিচার নিয়ে আসবে। এই গাড়িটি হবে পাঁচ সিটার গাড়ি। তবে এখনো পর্যন্ত কোম্পানিটি এর ব্যাপারে কোন নিশ্চিতকরণ জানায়নি। লঞ্চের আগে গাড়িটির কিছু বৈশিষ্ট্য আপনার জেনে নেওয়া উচিত।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি নতুন alto গাড়িটি লাইটওয়েট হার্টরেক্ট প্লাটফর্মের উপরে ভিত্তি করে তৈরি হতে পারে। এটিতে আপনি এস-প্রেসোগাড়ির মতো চেহারা দেখতে পাবেন। রোড টেস্টিং এর সময় এই গাড়িটি অনেকের বেশ পছন্দ হয়েছে। নতুন প্রজন্মের এই alto গাড়িতে আপনি পেয়ে যাবেন ৭৯৬ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনটি থ্রি সিলিন্ডার ন্যাচারাল অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন হতে চলেছে যা সর্বোচ্চ ৪৮ পিএস শক্তি উৎপন্ন করতে পারে এবং ৬৯ নিউটন মিটার সর্বাধিক টরক তৈরি করতে পারে। এই গাড়িতে পাওয়া যাবে ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

Advertisement

ফিচারের কথা বললে এই গাড়িটি সবদিক থেকেই সাশ্রয়ী হতে চলেছে এবং এই গাড়িতে পেয়ে যাবেন আপনি স্মার্ট প্লে ইনফোটেনমেন্ট সিস্টেম। এছাড়াও এই গাড়িটি অ্যাপেল কার প্লে এবং এন্ড্রয়েড অটো সমর্থন করে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন পাওয়ার উইন্ডো, এলইডি ডিআরএল হুইলক্যাপ, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, এবং আরো অনেক কিছু। এছাড়া ওই গাড়িতে আপনি রিভার্স পার্কিং সেন্সর পেয়ে যাবেন। এই বছরের শেষ নাগাদ ভারতের বাজারে এই গাড়িটি লঞ্চ হতে পারে। তবে এখনো পর্যন্ত কোম্পানি এই গাড়ির লঞ্চের বিষয়ে কোনো তথ্য শেয়ার করেনি। মনে করা হচ্ছে এই গাড়িটি ৫ লক্ষ টাকার কম দামে লঞ্চ হবে। রেনো কোম্পানির কুইড গাড়ির সঙ্গে সরাসরি টক্কর হবে এই গাড়িটির।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button