নিউজপলিটিক্সরাজ্য

নিহত বিজেপি কর্মীর স্ত্রীকে চাকরি মমতার, বিধানসভার আগে মাস্টারস্ট্রোক 

মাস্টারস্ট্রোক তৃণমূলের, নিহত বিজেপি কর্মীদের স্ত্রীকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)

Advertisement
Advertisement

হালিশহরে রাজনৈতিক হিংসায় নিহত হয়েছিলেন বিজেপির একজন কর্মী সৈকত ভাওয়াল। যা নিয়ে অনেকটাই রাজনৈতিক মহল উত্তপ্ত করেছিল বিজেপি নেতৃত্ব। এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ঘোষণা করলেন তার স্ত্রীকে দমকল দফতরে চাকরি দেওয়ার কথা। এটি বিধানসভা নির্বাচনের আগে একটি মাস্টারস্ট্রোক হিসেবে কাজ করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বুধবার নিহত সৈকত ভাওয়ালের স্ত্রী নবনীতার সাথে দেখা করে এই কথা জানিয়েছেন বিধায়ক পার্থ ভৌমিক।

Advertisement
Advertisement

সাথে জানা গিয়েছে যে, এই পরিবারে এক মাত্র কাজ করে আয় করতেন সৈকত। কিছুদিন আগে হালিশহরে পদ্ম শিবিরের গৃহ সম্পর্ক অভিযানে গিয়েছিলেন এবং সেখানেই দুষ্কৃতিদের আঘাতে নিয়ত হন সৈকত। বিজেপির সোজা আঙুল তুলেছে শাসক শিবিরের দিকে। তবে শাসক শিবির হতে এটিকে অস্বীকার করা হয়েছে। এমন অবস্থায় তার পাসে দাঁড়াতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Advertisement

সৈকতের বাড়িতে যান নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। সৈকতের স্ত্রী কে দমকল দফতরে চাকরির কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তিনি কথা বলেন দমকলমন্ত্রীর সুজিত বোসের সাথে। সেখানে তিনি একটি ক্লার্কের চাকরির কথা বলে ব্যবস্থা করে দিয়েছেন।

Advertisement
Advertisement

যদিও এই বিষয়টি নিয়েও রাজনীতি করছেন সাংসদ অর্জুন সিং(Arjun Singh)। তার বক্তব্য,”পার্থ ভৌমিক(Parth Bhowmik) নাটকবাজ! রাজ্যে লাখ লাখ বেকার রয়েছেন। চাকরির জন্য অনশন করছেন। সেখানে কেবল চাকরির প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।’‌ আর নিহত সৈকত ভাওয়ালের স্ত্রী নবনীতা রাজ্য সরকারের চাকরি গ্রহণ করলেও তাঁর শ্বশুরবাড়ির লোকজন তা মানতে নারাজ। সৈকত ভাওয়ালের মা বলেন, ‘‌যারা আমাদের ছেলেকে খুন করল, তাদের চাকরি আমাদের দরকার নেই।’‌

Advertisement

Related Articles

Back to top button