নিউজদেশ

লাইনে বাঁক আসলেও কমবে না গতি, প্রবল বেগেই ছুটবে যেকোনো ট্রেন

সাধারণত রেলপথে যখন কোন বড় টার্ন আসে সেই সময় চালক রেলের গতি কমিয়ে দেন

Advertisement
Advertisement

আগামী ২-৩ বছরের মধ্যে এবারে ভারতের হতে আসতে চলেছে টিল্টিং ট্রেন। আশা করা যাচ্ছে আগামী ২০২৫ এর মধ্যে এবারে ভারতে চালু হচ্ছে এই ট্রেন ব্যবস্থা। খুব শীঘ্রই এই ব্যবস্থা চালু হচ্ছে ভারতে। ভারতীয় রেলের এক কর্তা এই নতুন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন সকলকে। আধুনিক সুযোগ সুবিধা ও অনেক উচ্চ গতি থাকবে এই ট্রেনে। রেল সূত্রের খবর আগামী ২-৩ বছরের মধ্যে ভারতের হাতে ১০০টি টিলটিং ট্রেন চলে আসবে। তবে এই ট্রেন আসলে কি জানেন? আর কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হতে চলেছে এই ট্রেনে?

Advertisement
Advertisement

সাধারণত রেলপথে যখন কোন বড় বাক আসে, সেই সময় ট্রেনের চালক রেলের গতি কমিয়ে দেন। বাকের মধ্যে দ্রুত গতিতে ট্রেন চালালে বড়সড়ো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে রেললাইনে। তার পাশাপাশি ট্রেন উল্টে যাবার আশঙ্কা থাকে এই ক্ষেত্রে। এই সমস্যার সমাধান করার জন্য এই নতুন প্রযুক্তি নিয়ে আসতে চলেছে ভারতীয় রেলওয়ে। নতুন প্রযুক্তিযুক্ত ট্রেনে বাঁকা রেলপথে দ্রুত গতিতে ছুটতে পারবে ট্রেন।

Advertisement

মোটরবাইক প্রতিযোগিতার সময় দেখা যায়, যারা মোটরবাইক চালাচ্ছেন তারা একটু কাত করে এই বাইক চালান। সাধারণত বাকের সামনে এই বাইক একটু কাত করে দেন বাইক চালকরা। এই কারণে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় পুরো ট্রেন। সেই একই পদ্ধতি ব্যবহার করা হতে চলেছে ভারতীয় রেলের এই ট্রেনে। বাঁকের মুখে ট্রেনগুলি সেদিকে ঘুরে যাবে, যেদিকে বাঁক রয়েছে। ফলে বাকের মুখে ট্রেন কাত করে চালালেও সমস্যা হবে না গতির ক্ষেত্রে।

Advertisement
Advertisement

এমনিতেই বন্দে ভারত ট্রেনের গতি ভারতের অন্যান্য এক্সপ্রেস ট্রেনের থেকে অনেকটা বেশি। তার পাশাপাশি যদি এখানে এই নতুন প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন সবাই। ইতালি, পর্তুগাল, সোভেনিয়া, ফিনল্যান্ড রাশিয়া, চেক রিপাবলিক, ব্রিটেন সুইজারল্যান্ড সহ বেশ কিছু দেশে এই মুহূর্তে এই টিল্টিং ট্রেনের প্রযুক্তি ব্যবহার করা হয়। শুক্রবার রেলের একটি আধিকারিক সংস্থা পিটিআইকে বলেছেন, “শীঘ্রই আমাদের দেশেও এই ট্রেন চালু হবে। আমরা এর জন্য প্রয়োজনীয় অংশীদারের সঙ্গে চুক্তি করতে চলেছি এবং আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ১০০ টি বন্দে ভারত ট্রেনে এই প্রযুক্তি আমরা ব্যবহার করতে চলেছে।”

Advertisement

Related Articles

Back to top button