টেক বার্তা

২২ জুলাইয়ের পর কি ফিরছে TIKTOK? জানুন

MEITY এর তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আগামী ২২শে জুলাই এর মধ্যে প্রশ্নগুলির প্রতিক্রিয়া না জানালে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ী করা হবে।"

Advertisement
Advertisement

জাতীয় সুরক্ষাজনিত কারণে টিকটক সহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। তার কিছুদিন পর এবার তাদের জন্য ৭৯ টি প্রশ্নের তালিকা তৈরি করেছে Electronics and Information Technology (MEITY)মন্ত্রক। তিন সপ্তাহের মধ্যে যদি এই প্রশ্নগুলির জবাব দিতে তারা ব্যর্থ হয় তবে গোটা ভারত জুড়ে স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে অ্যাপগুলি।

Advertisement
Advertisement

MEITY এর তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আগামী ২২শে জুলাই এর মধ্যে প্রশ্নগুলির প্রতিক্রিয়া না জানালে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ী করা হবে।” জানা গিয়েছে এই নিষিদ্ধ অ্যাপের সংস্থাগুলি যদি জবাব পাঠায় তবে তা খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে।

Advertisement

নিষেধাজ্ঞা জারির পরে টিকটকের মালিক সংস্থা বাইটড্যান্সের পক্ষে দাবি করা হয় যে, তারা তথ্য গোপনীয়তা ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে ভারতীয় আইন মেনে চলে। আরও জানানো হয় যে, ভারতের কোনও গ্রাহকের কোনও তথ্যই তারা চীন বা অন্য কোনও বিদেশি সরকারকে দেয় না। উল্লেখযোগ্য, ভারতে মোট টিকটকের ২০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।

Advertisement
Advertisement

এই পরিস্থিতিতে টিকটক খুবই সমস্যায় পড়েছে। তাদের ফিরে আসার ভাগ্য নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের উপরে। শুধু তাই নয় টিকটক-সহ নিষিদ্ধ অ্যাপগুলিকে করা প্রশ্নের উত্তর সরকারকে কতটা সন্তুষ্ট করতে পারে তার উপরেও। প্রসঙ্গত, কিছুদিন আগে ভারত-চীন উত্তেজনার ফলে নিষিদ্ধ করা হয় চীনের ৫৯টি অ্যাপ।

Advertisement

Related Articles

Back to top button