এই মুহূর্তে ভারতের গাড়ির বাজার বেশ ভালো লাভজনক। বর্তমানে ভারতের বহু মানুষ গাড়ি কিনছেন এবং এই মুহূর্তে বড় বড় কোম্পানি ভারতে নতুন নতুন গাড়ি লঞ্চ করছে। ভারতের বাজারে সবথেকে জনপ্রিয় কয়েকটি ব্র্যান্ডের মধ্যে অন্যতম হলো Hyundai, Kia, ও Mercedes। ২০২৪ সালের জানুয়ারি মাসে এই তিনটি কোম্পানি তাদের নতুন গাড়ি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। এই তিনটি গাড়ি যদিও বা ফেসলিফট এডিশনে আসতে চলেছে, তবুও এই তিনটি গাড়ির জন্য ভারতের বাজারে একটা ডিমান্ড তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাওয়ার ট্রেনের দিক থেকে কোন পরিবর্তন না হলেও, ডিজাইনের দিক থেকে এই তিনটি গাড়ি হবে বেশ আকর্ষণীয়। এই তিনটি গাড়ির তালিকায় রয়েছে Hyundai Creta Facelift, Kia Sonet Facelift এবং Mercedes GLS Facelift। চলুন তাহলে এই তিনটি গাড়ির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Kia sonet facelift
কিয়া কম্পানির এই গাড়িটি এখন ভারতের বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আগামী ২০২৪ সালে এই গাড়িটির একটি নতুন ফেসলিফট এডিশন লঞ্চ হতে চলেছে ভারতে। মোট ২৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য এই গাড়িতে পাওয়া যাবে এবং ১০টি ADAS ফিচারও পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ফ্রন্ট কলিসন অ্যাভয়েডেন্স অ্যাসিস্ট (এফসিএ), লিডিং ভেহিকেল ডিপার্চার অ্যালার্ট (এলভিডিএ), এবং লেন ফলোয়িং অ্যাসিস্ট (এলএফএ)। এছাড়াও, গাড়িতে ১০টি সেরা-ইন-সেগমেন্ট বৈশিষ্ট্যও দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ডুয়াল স্ক্রিন সংযুক্ত প্যানেল ডিজাইন, পিছনের দরজার সানশেড, সমস্ত দরজার পাওয়ার উইন্ডো, ওয়ান টাচ অটো আপ/ডাউন এবং স্মার্টপিউর এয়ার পিউরিফায়ার। এই গাড়িটির বুকিং শুরু হয়েছে এবং গ্রাহকরা ২৫,০০০ টাকা দিয়ে এটি বুক করতে পারবেন।
Hyundai Creta Facelift
Hyundai-এর বেস্ট সেলিং গাড়ি Creta-ও এই বছরের জানুয়ারি মাসে সম্পূর্ণ নতুনরূপে লঞ্চ হতে চলেছে। কোম্পানি ১৬ জানুয়ারি Hyundai Creta-এর ফেসলিফ্ট সংস্করণ লঞ্চ করবে। এই আপডেটেড ক্রেটা বাজারে Maruti Suzuki Grand Vitara, MG Hector, Tata Harrier এবং Skoda Kushaq-এর সাথে প্রতিযোগিতা করবে। নতুন ক্রেটাতে কিছু বড় কসমেটিক পরিবর্তন দেখা যাবে। এছাড়াও এই গাড়িতে প্রথমবারের মতো ADAS ফিচার পাওয়া যাবে।
Mercedes GLS Facelift
জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ, নতুন বছরের শুরুতে তাদের নতুন গাড়ি GLS ফেইসলিফট লঞ্চ করতে যাচ্ছে। এটির লঞ্চের তারিখ ৮ জানুয়ারি এবং এটি একটি সম্পূর্ণ ফেসলিফ্ট মডেলও হবে। নতুন গাড়িতেও অনেক নতুন পরিবর্তন দেখা যাবে। তবে গাড়ির অ্যালয় হুইলে নতুন ডিজাইন দেওয়া যেতে পারে।