আন্তর্জাতিকনিউজ

এবার এই দেশকে বড় ধাক্কার হুঁশিয়ারি দিল ভারত! জানেন কি কারন!

Advertisement
Advertisement

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তারই প্রেক্ষিতে পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে এলে তার ফল যে ভালো হবে না সে কথা জানিয়ে দেন তিনি। শনিবার নৌবাহিনীর কাজে যুক্ত হওয়া ভারতের দ্বিতীয় স্করপিন-ক্লাস অ্যাটাক সাবমেরিনে উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের উদ্দেশে হুঁশিয়ারি দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।

Advertisement
Advertisement

ভারতীয় সেনার শক্তিবৃদ্ধির কথা উল্লেখ করে এদিন তিনি বলেন, ‘পাকিস্তানের বোঝা উচিত যে আমাদের সরকারের দৃঢ় সংকল্প আছে। প্রয়োজনে আমরা এখন আরও বড় ধাক্কা দিতে পারি।’ শুধু তাই নয়, ভারতীয় নৌবাহিনীকে গর্বিত রাজনাথ সিং আরও মনে করিয়ে দেন, ‘৭১-এ পাকিস্তানকে পরাস্ত করতে আমাদের নৌবাহিনী বিশাল ভূমিকা নিয়েছিল।’

Advertisement

প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের সাধারণ সভার মঞ্চে পাক প্রধানমন্ত্রী কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে ভারত-পাক দুটি পারমাণবিক শক্তিধর দেশ সক্রিয় হলে তার কী ফল হতে পারে সে বিষয়ে হুঁশিয়ারি দেওয়ার পরই ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এমন বক্তব্যকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি ভারতের জবাব বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button