ভারতে প্রতিদিনই ক্রমশ বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে দেশে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। আক্রান্তের সংখ্যা ১৫১। এই পরিস্থিতিতে প্রতিনিয়ত খবরে করোনা আক্রান্তের খবর শুনে বা মৃত্যু শুনে মানুষের মনে এক গভীর প্রভাব পড়ছে। প্রভাব পড়ছে একজন মানুষের মানসিক স্বাস্থ্যের উপর। এইসময় চিকিৎসকরা সুস্থ থাকতে দিচ্ছেন নানান পরামর্শ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমানে গোটা বিশ্বের অবস্থাকে ‘বিশ্বব্যাপী মহামারী’ ঘোষণা করেছে।
আরও পড়ুন : ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫১, সবচেয়ে বেশি মহারাষ্ট্রে
করোনায় সংক্রমণের থেকে বাঁচতে বারবার সাবান দিয়ে হাত ধুতে বলা হচ্ছে। যাতে হাতে থাকা জীবাণু কোনোমতেই চোখে, মুখে, নাকে প্রবেশ না করে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির থেকে দুরত্ব বজায় রাখতে হবে। এমন সময় একটি জনসচেতনতার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সাবান দিয়ে হাত ধোয়া যে বর্তমানে কতটা গুরুত্বপূর্ণ সেবিষয়ে কেরল পুলিশ, মিডিয়া সেন্টার থেকে একটি ভিডিও শেয়ার করেছে।
ভিডিওটিতে দেখা গেছে, ৬ জন পুলিশ কর্মী নৃত্য করছেন এবং তার সঙ্গে রয়েছে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে জনসচেতনতা মূলক বার্তা। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটিতে হাজার হাজার লাইক, শেয়ার ও কমেন্ট পড়েছে। আইয়াপ্পাম কষিয়াম ছবির কলাকথা গানের ছন্দে পা দুলিয়েছেন পুলিশকর্মীরা। ভিডিওটির দৈর্ঘ্য ১.০৪ সেকেন্ডের।