Today Trending Newsক্রিকেটখেলা

রোহিত ও কোহলির ব্যাটে ভর করে অজি বধ ভারতের

Advertisement
Advertisement

ব্যাঙ্গালোরে তৃতীয় ও চূড়ান্ত একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সিরিজের তিনটি ম্যাচেই টস জিতলো অজিরা। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। এরপর মার্নুস লাবুশেনকে নিয়ে ইনিংস করার কাজ শুরু করেন স্টিভ স্মিথ। লাবুশেন ৫৪ রান করে আউট হলেও শতরান পূর্ণ করেন স্টিভ স্মিথ। ১৩১ রান করে আউট হন স্মিথ। অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময় ২৮৬ রান তুলতে সক্ষম হয়। মহম্মদ শামি ৪ টি, রবীন্দ্র জাদেজা ২ টি এবং সাইনি ও কুলদীপ একটি করে উইকেট নিয়েছেন।

Advertisement
Advertisement

আরও পড়ুন : দেশের জার্সিতে কী দেখা যাবে ধোনিকে? স্পষ্ট উত্তর দিল বোর্ড

Advertisement

২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭.৩ ওভারে সেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ১৫ বল বাকি থাকতে থাকতেই ৭ উইকেট হাতে রেখে কাঙ্খিত জয় পেয়ে যায় ভারত। এই জয়ের সাথে ২-০ ব্যবধানে সিরিজটিও জিতে নিলো ভারত। কে এল রাহুল শুরুতেই আউট হলেও। রোহিত-কোহলি জুটি ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। রোহিত শতরান পূর্ণ করলেও অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রোহিত ১১৯ রান করেন, কোহলি ৮৯ রানে আউট হন। জাম্পা, হ্যাজেলউড ও আগর একটি করে উইকেট নিতে সক্ষম হন।

Advertisement
Advertisement

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

  • অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
  • অস্ট্রেলিয়ার ২৮৬-৯(৫০ ওভার), স্মিথ ১৩১, লাবুশেন ৫৪, শামি ৪-৬৩
  • ভারত ২৮৭-৩(৪৭.৩ ওভার), রোহিত ১১৯, কোহলি ৮৯, আগর ১-৩৮
  • ভারত ৭ উইকেট ম্যাচ জয়ের পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজ জয়ী।
Advertisement

Related Articles

Back to top button