Categories: দেশনিউজ

বাইক নিয়ে হিরোগিরি করার দিন শেষ! এই ৩ টে ভুল করলেই মোটা অঙ্কের জরিমানা দিতে হবে, জানুন বিস্তারিত

দেশের সব শহরেই আজকাল ট্রাফিক আইনের কড়াকড়ি চলছে

Advertisement

Advertisement

আজকাল গোটা দেশজুড়ে চলছে ট্রাফিক আইনের কড়াকড়ি। জায়গায় জায়গায় লাগছে মনিটরিং সিসিটিভি ক্যামেরা। ছোট্ট ভুল করলেও মোবাইলে চলে আসছে ই চালান। চার চাকার পাশাপাশি ট্রাফিক আইন না মানলে বড় জরিমানা দিতে হচ্ছে দুই চাকার বাইক বা স্কুটিকে। ছোট্ট ভুল করলেও নিস্তার নেই। জরিমানার অংক শুনলে আঁতকে উঠতে পারেন আপনিও। তাই এখন বাইক বা গাড়ি যায়নি রাস্তায় বেরোনো হোক না কেন তাতে অত্যন্ত সাবধান হতে হচ্ছে। রাস্তায় বাইক নিয়ে বেরোলে প্রধানত জরিমানার হাত থেকে রক্ষা পেতে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি।

Advertisement

এখন নতুন ট্রাফিক আইন অনুযায়ী দুই চাকার বাইকের জন্য প্রচুর নতুন নিয়ম তৈরি হয়েছে যা না মানলেই হয় মোটা জরিমানা। এই জরিমানার হাত থেকে বাঁচতে সবচেয়ে বড় একটি বিষয় হল বাইক মডিফাই না করা। বাইকে যেকোনো পরিবর্তন বা কোম্পানির বাইরের কোন মডিফিকেশন থাকলে তাতে মোটা জরিমানা করা হয়। এই অপরাধের জন্য জরিমানা শুরু হয় প্রায় ২৫ হাজার টাকা থেকে। জরিমানার পাশাপাশি আপনার ড্রাইভিং লাইসেন্সও বাতিল হতে পারে। তাই আপনার বাইকে কিছু মডিফাই করা থাকলে তা এখনই খুলে নিন এবং স্টক বাইক রাখার চেষ্টা করুন। কি কি বিষয় থেকে আপনাকে সাবধান থাকতে হবে জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

Advertisement

নতুন ট্রাফিক আইন অনুযায়ী বাইক বা স্কুটিতে কোন পরিবর্তন শাস্তিযোগ্য এবং এতে জরিমানা হবে। তাই বাইকে কোনরকম মডিফাই করা থেকে বিরত থাকুন। এরপর আরেকটি প্রধান বিষয় হলো বাইকের সাইলেন্সার পরিবর্তন করা। অনেকেই বাইকের শব্দ পরিবর্তন এর জন্য এই সাইলেন্সার চেঞ্জ করে থাকে। কিন্তু আপনাকে জানিয়ে রাখি এই সাইলেন্সার চেঞ্জ করা আইনত অপরাধ। শব্দ দূষণ রোধ করার হিসাবে সাইলেন্সার চেঞ্জ করলে আপনার মোটা জরিমানা হতে পারে। এছাড়াও রয়েছে বাইকের ফ্যান্সি নাম্বার প্লেট লাগানো। সরকার নির্ধারিত নাম্বার প্লেট না লাগালে আপনার মোটা জরিমানা হতে পারে।

Advertisement