টেক বার্তা

৮-৯ লাখ টাকার বাজেট থাকলে WagonR ছেড়ে এই ৫ টি প্রিমিয়াম গাড়ি কিনতে পারেন, রইলো তালিকা

Maruti Suzuki WagonR গাড়ির দাম ৫.৫৪ লাখ টাকা থেকে শুরু

Advertisement
Advertisement

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। এই কোম্পানির বাজেট মূল্যে গাড়ির কথা বলতে গেলে প্রথমেই যেই গাড়ির কথা মাথায় আসে তা হল WagonR। এই গাড়ির দাম ৫.৫৪ লাখ টাকা থেকে শুরু। এর সর্বোচ্চ মডেলের দাম ৮.৫০ লাখ টাকা। তবে আপনি কি জানেন যে ৮-৯ লাখ টাকা রেঞ্জে আপনি এখন এই ৫ টি প্রিমিয়াম গাড়ি পেয়ে যাবেন। আপনাদের জন্য দেওয়া হল এই ৫ গাড়ির বিস্তারিত বিবরণ। জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

Maruti Suzuki Fronx:

Advertisement

গাড়িটি কোম্পানির Baleno-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, কিন্তু এটিকে SUV-এর মতো চেহারা দেওয়ার জন্য বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এই গাড়ির দাম ৭.৪৬ লক্ষ টাকা থেকে শুরু হয় এবং টপ মডেলের দাম ১৩.১৪ লক্ষ টাকা পর্যন্ত যায়। এই গাড়ি মোট ৫ টি ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। সেগুলি হল সিগমা, ডেল্টা, ডেল্টা+, জেটা এবং আলফা। সিএনজি পাওয়ারট্রেন সিগমা এবং ডেল্টায় পাওয়া যায়। এতে একটি ১ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন (১০০PS/১৪৮Nm) হালকা-হাইব্রিড প্রযুক্তি সহ এবং একটি ভ্যারিয়েন্ট ১.২ লিটার ডুয়ালজেট পেট্রোল ইউনিট (৯০PS/১১৩Nm) ইঞ্জিন রয়েছে। এটি অটোমেটিক এবং ম্যানুয়াল দুই স্পেক নিয়েই এসেছে।

Advertisement
Advertisement

Maruti Suzuki Baleno:

কোম্পানি এই Baleno রেকর্ড বিক্রি করেছে। এই গাড়িতে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন আছে। এছাড়া এই গাড়িতে পেয়ে যাবেন সমস্ত প্রিমিয়াম ফিচার। এই গাড়ি ২২.৯৪ kmpl মাইলেজ দেয়। এই গাড়ির এক্স শোরুম মূল্য মাত্র ৬.৬১ লাখ টাকা থেকে শুরু। এর টপ মডেলের দাম ৯.৮৮ লাখ টাকা।

Maruti Suzuki DZire:

মারুতি সুজুকি কিছুদিন আগেই Maruti Dzire এর প্রী ফেসলিফট ভার্শন লঞ্চ করেছে। এই গাড়িতে ১১৯৭ সিসির পেট্রোল ইঞ্জিন আছে। এই ইঞ্জিন ৬০০০ rpm এ ৮৮.৫০ bhp পাওয়ার এবং ৪৪০০ rpm এ ১১৩ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই গাড়ি ২২.৪২ kmpl মাইলেজ দেয়। এই গাড়ির দাম ৬.৫২ লাখ টাকা থেকে শুরু।

Tata Punch:

Tata Punch এর লুক বেশ আকর্ষণীয়। এটিতে বাই-টোন রঙের স্কিম, এলইডি হেডল্যাম্প, এলইডি টেলল্যাম্প এবং এলইডি DRL রয়েছে। এটিতে একটি শক্তিশালী গ্রিল এবং বড় হেডল্যাম্প রয়েছে যা এটিকে একটি আধুনিক এবং স্পোর্টি লুক দেয়। গাড়িতে ১.২ লিটার ন্যাচারালি এস্পিরেটেড ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনটি ৮৬PS শক্তি এবং ১১৩Nm টর্ক উৎপন্ন করে। এটি ৫-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্সের সাথে পাওয়া যায়। এই গাড়ির দাম ৬ লাখ টাকা থেকে শুরু ও টপ মডেলের দাম ৯.৯৫ লাখ টাকা।

Nissan Magnite:

Nissan Magnite গাড়ি আকর্ষণীয় ডিজাইনের সাথে মার্কেটে লঞ্চ করেছে কোম্পানি। সস্তায় উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে এই গাড়ি বানিয়ে ভারতীয় মার্কেটকে নাড়িয়ে দিয়েছে Nissan। ২০২৩ সালের সেরা গাড়ি হিসাবে চর্চায় রয়েছে এই গাড়ি। এই গাড়ি ১ লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে উপলব্ধ যা ১০০hp শক্তি এবং ১৬০ Nm এর সর্বোচ্চ টর্ক তৈরি করতে সক্ষম। এই গাড়িতে ৫ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার আছে। ARAI অনুযায়ী এই গাড়ি ২০ Kmpl মাইলেজ দেয়। এই গাড়ির দাম ৬ লাখ টাকা থেকে ১০ লাখ টাকার মধ্যে।

Advertisement

Related Articles

Back to top button