ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank Account: এই তিনটি ব্যাঙ্কই সেভিংস অ্যাকাউন্টে রাখা টাকায় FD-র সমান রিটার্ন দিচ্ছে

এই তিনটি ব্যাংকের মধ্যে রয়েছে dcb, উজ্জীবন স্মল ফাইন্যান্স এবং ফেডারেল ব্যাংক

Advertisement
Advertisement

এখনকার দিনে বিনিয়োগকারীদের বিনিয়োগের সবথেকে ভালো এবং সব থেকে নিরাপদ জায়গা হল ব্যাংক ফিক্স ডিপোজিট। আপনি যদি ফিক্স ডিপোজিটে বিনিয়োগ করেন তাহলে আপনি নির্দিষ্ট সময়ের জন্য একটা মোটা টাকা বিনিয়োগ করতে পারবেন এবং সেখান থেকে ভালো রিটার্ন পেতে পারবেন। ম্যাচিউরিটির আগে কিন্তু ফিক্স ডিপোজিট প্রত্যাহার করা যায় না। কেউ সেরকম করলে তাকে জরিমানা দিতে হয়। এইজন্য যদি আপনার ফিক্স ডিপোজিট এর প্রয়োজন হয় তাহলে কিন্তু সমস্ত দিক বিবেচনা করে তারপরেই ফিক্স ডিপোজিট করবেন। জানলে অবাক হবেন ভারতে এমন কিছু ব্যাংক রয়েছে যা সেভিংস ব্যাংক একাউন্টে রাখা টাকার উপরেও ফিক্স ডিপোজিটে প্রাপ্ত রিটার্নের সমান সুদ দিচ্ছে। তবে আপনাকে সেই সমস্ত ব্যাংকে একাউন্ট খুলতে হলে আগে থেকে জানতে হবে সেই ব্যাংকের ব্যাপারে বিস্তারিত। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই তালিকাটা।

Advertisement
Advertisement

এই তিনটি ব্যাঙ্ক রিটার্ন দিচ্ছে ফিক্স ডিপোজিটের হারে

Advertisement

ডিসিবি ব্যাংক-

Advertisement
Advertisement

এই ব্যাঙ্কটি সঞ্চয় অ্যাকাউন্টে ৮ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করে, এটি সুদের হারের ক্ষেত্রে বেসরকারী ব্যাঙ্কগুলির মধ্যে ১ নম্বরে রয়েছে৷ আপনি ২,৫০০ থেকে ৫,০০০ টাকার বিনিয়োগের সাথে ব্যাঙ্কের এই অফারটি পেতে পারেন৷

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক-

এই ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের জন্য চমৎকার সুদের হার অফার করে, যা ৭.৫০ শতাংশ পর্যন্ত পৌঁছায়। এটি তাদের সুদের হারের ক্ষেত্রে ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্কগুলির মধ্যে সেরা বিকল্প হিসাবে অবস্থান করে৷ আপনি আপনার সুবিধা অনুযায়ী এই বিনিয়োগ করতে পারেন।

ফেডারেল ব্যাংক-

এই ব্যাঙ্কটি সেভিংস অ্যাকাউন্টে ৭.১৫ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। যেখানে Ujjivan SFB এর থেকে সামান্য বেশি সুদের হার অফার করে। এর জন্য, আপনি যদি ন্যূনতম ৫,০০০ টাকার ব্যালেন্স বজায় রাখেন তবে এটি আপনাকে ৭ শতাংশের বেশি বার্ষিক রিটার্ন অর্জনের সুযোগ দেয়।

Advertisement

Related Articles

Back to top button